জেলা প্রতিনিধি,নরসিংদীঃ নরসিংদীর মনোহরদীতে সংস্কারকৃত রাস্তা কেটে কালভার্ট নির্মাণ করায় ভোগান্তিতে পরেছেন যাত্রীরা।
সরেজমিনে গিয়ে জানা যায়,উপজেলার চালাকচর বাজার থেকে মাষ্টার বাড়ী বাজার হয়ে চরমান্দালীয়া খেয়াঘাট পর্যন্ত রাস্তা সংস্কারের কাজ সবে মাত্র শেষ হয়েছে। এরই মাঝে আবার সংস্কারকৃত রাস্তাটি কেটে কয়েকটি স্থানে কালভার্ট নির্মাণ কার্যক্রম শুরু করা হয়।এতে করে ঘটতে পারে যে কোন ধরণের দুর্ঘটনা এবং বিপন্ন হতে পারে যাত্রীদের জীবন। যে কারণে চরম দুর্ভোগ পোহাচ্ছে এ অঞ্চলের সাধারণ মানুষ ও যাত্রীরা।
এলাকাবাসী ও যাত্রীরা গণমাধ্যম কর্মীদের জানান, এ ধরনের কাজ ঠিকাদারের খামখেয়ালি ছাড়া কছুই না।তাছাড়া একই কাজে দ্বিতীয়বার টেন্ডার করে নতুন কোন কাজ সংযোজন করা অর্থনৈতিক ভাবেও রাষ্ট্রের ক্ষতি হয়। ইতিপূর্বে এমন ধরণের কাজ আমাদের দৃষ্টিগোচর হয়নি।
এমতাবস্থায় ভুক্তভোগী এলাকাবাসী ও যাত্রীরা দুর্ঘটনার কবল থেকে বাঁচতে এবং দুর্ভোগ লাঘবে মনোহরদী উপজেলা প্রেসক্লাবের মাধ্যমে নরসিংদী জেলা প্রশাসন,নরসিংদী স্থানীয় সরকার অধিদপ্তর,মনোহরদী উপজেলা প্রশাসন এবং মনোহরদী উপজেলা স্থানীয় সরকার অধিদপ্তর কর্মকর্তার দৃষ্টিপাত কামনা করেন।
সম্পাদক : হালিমা খাতুন, নির্বাহী সম্পাদক : মুন্সি মোঃ আল ইমরান। MAA 23 Multimedia Limited এর পক্ষে প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১, মুঠোফোন : ০১৮১৭-৫৩০৯৫২, ০১৯৭৯-৭৯৯১৪৬। ইমেইল : dailybartomandeshsangbad@gmail.com
© All rights reserved © Maa 23 Multimedia Limited