চারঘাট (রাজশাহী) প্রতিনিধি: অবশেষে সব ধরণের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে রাজশাহীর সারদা বাংলাদেশ পুলিশ একাডেমীর ১৬৭ তম প্রশিক্ষনার্থী কনষ্টেবলদের সমাপণী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। প্রায় ৩বার সমাপণী কুচকাওয়াজের তারিখ পরিবর্তন করে অবশেষে রোববার সেই কাংখিত সমাপনী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজ পরিদর্শন অভিবাদন গ্রহণ ও বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী টিআরসিদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ পুলিশ একাডেমীর অধ্যক্ষ (অতিরিক্ত আইজিপি) মাসুদুর রহমান ভ‚ঞা বিপিএম।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত আইজিপি বলেন, নবীন পুলিশ সদস্যরা তাদের কর্মক্ষেত্রে তাদের মেধা, মনন ও দক্ষতাকে কাজে লাগিয়ে মানব সেবায় নিজেদের নিয়োজিত করবে। মাদক, সন্ত্রাস বন্ধে আইনের সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে ন্যায়নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করবেন। মনে রাখবেন আপনারা জনগনের সেবক। তাই জনদরিদী পুলিশি দায়িত্ব পালন করে জনবান্ধব পুলিশে নিজেদের রুপান্তরিত করবেন।
এর আগে প্রধান অতিথি মাসুদুর রহমান ভুঞা প্রশিক্ষণে ৩শ৩৪ জন প্রশিক্ষণার্থীর মধ্যে সব বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী হিসেবে মোঃ সাজ্জাদুল ইসলাম,বেস্ট একাডেমিক হিসেবে মোঃ সুমন আলী, বেস্ট ইন ফিল্ড এক্টিভিটিজ এবং বেস্ট শ্যুটার পৌরব চন্দ্র রায় নির্বাচিতদের হাতে ক্রেষ্ট তুলে দেন।
উল্লেখ্য সমাপণী কুচকাওয়াজে অংশ গ্রহণকারী ৬ মাস মেয়াদী মৌলিক প্রশিক্ষনার্থী কনষ্টেবলদের প্রশিক্ষণ আজ থেকে ২/৩ মাস আগেই শেষ হয়েছে। তবে নানা ধরণের জটিলতায় তাদের সমাপণী কুচকাওয়াজের তারিখ কয়েক বার পরিবর্তন করা হয়। এতে প্রশিক্ষনার্থীদের মাঝে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়। তবে শেষ পর্যন্ত রোববার সকালে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে কাংখিত সমাপণী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।