রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৪:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিলেটে আরও ৫০ হাজার ঘনফুট পাথর উদ্ধার নুরের ওপর হামলা তীব্র নিন্দা জানিয়েছেন তারেক রহমান। নিষেধাজ্ঞা শেষে আগামীকাল থেকে খুলছে সুন্দরবনের দ্বার: গজারিয়ায় নতুন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শারমিন আহমেদ (তিথী) যোগদান বোয়ালমারীতে জোর করে জমি লিখে নেয়ার চেষ্টায় ব্যর্থ হয়ে হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন ঘুঙ্গিয়ারগাঁও বাজার ময়লা আবর্জনা পরিষ্কার উদ্যোগে ইউ এন ও জরাজীর্ণ অবকাঠামোতেই চলছে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা ওবায়দুল কাদেরের বিরুদ্ধে দুদকের প্রথম মামলা কর্ণফুলী টানেল বহির্ভূত খাতে ৫৮৫ কোটি টাকা আত্মসাৎ তাফাল বাড়ি স্কুল এন্ড কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত সাঘাটায় মসজিদের পাশে করাত কল, নিয়মবহির্ভূত লাইসেন্স বিভাগীয় তদন্ত টিম সাঘাটায়
জরুরী বিজ্ঞপ্তি
দৈনিক বর্তমান দেশ সংবাদ এ সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১,  মুঠোফোন :  ০১৮১৭-৫৩০৯৫২।

আজ আপনার ভাগ্যে কী আছে, দেখে নিন রাশিফলে

  • আপডেট এর সময় : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ১১৪ বার পঠিত হয়েছে

বর্তমান দেশ সংবাদ ডেস্ক:  দৈনন্দিন জীবনে আমাদের চারপাশের অনেকেই রাশিফল মেনে থাকেন। যাপিত জীবনের প্রতিটি ক্ষেত্রে তারা রাশিচক্রের রহস্য উন্মোচনে উন্মুখ। প্রতিটি রাশির নিজস্ব স্বভাব ও গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা ঘটতে পারে। এ কারণেই প্রত্যেকের রাশিফল আলাদা।

আজ রোববার (১২ জানুয়ারি) ভাগ্যরেখা অনুযায়ী আজকের দিনটি কেমন কাটতে পারে? কী বলছে জ্যোতিষশাস্ত্র? আসুন, জেনে নেই আজকের দিনের রাশিফল-

মেষ: দিনটি ক্যারিয়ারে উন্নতি নিয়ে আসবে। চাকরিজীবীদের পদোন্নতির সম্ভাবনা রয়েছে। চাকরির খোঁজে থাকলে আজ ভালো সুযোগ পাবেন। বিবাদে জড়ালে অধিক আবেগপ্রবণ হবেন না। তা না হলে কেউ আপনার আবেগপ্রবণতার সুযোগ তুলতে পারে। ব্যবসায়ীদের অংশীদারের সঙ্গে তর্ক হতে পারে।

বৃষ: সামাজিক কাজকর্মের সঙ্গে জড়িত ব্যক্তিদের জন্য দিনটি সম্মানপূর্ণ থাকবে। পারিবারিক কলহ সমাপ্ত হবে ও ঐক্য বজায় থাকবে। আর্থিক লেনদেনের পরিকল্পনা করে থাকলে আপাতত অপেক্ষা করুন। তা না হলে টাকা আটকে যেতে পারে। মানসম্মান ও প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে।

আজ আপনার ভাগ্যে কী আছে, দেখে নিন রাশিফলে
সাতসকালে রাজধানীতে আগুন
মিথুন: স্বাস্থ্যের প্রতি সচেতন থাকতে হবে। গাফিলতি করলে ভবিষ্যতে বড় সমস্যার সম্মুখীন হবেন। ব্যবসায়ে ধন লাভ কম হওয়ায় মানসিক অবসাদের শিকার হবেন। ফলে আপনার ব্যবহার রুক্ষ হবে, যা দেখে পরিবারের সদস্যরা চিন্তায় পড়বেন। সন্তানের ভবিষ্যৎ পরিকল্পনা করবেন। বাবার সঙ্গে সন্তানের ভবিষ্যৎ সংক্রান্ত পরিকল্পনা করেবন।

কর্কট: দিনটি মাঝারি ফলদায়ী। দাম্পত্য জীবন ভালো কাটবে। জীবনসঙ্গীর সঙ্গে একা সময় কাটবে। বিবাদ চললে তার সমাধান হবে। ছাত্রছাত্রীদের অর্থাভাবের মুখোমুখি হতে হবে। ছোট ব্যবসায়ীরা পছন্দ মতো মুনাফা অর্জন করতে পারবেন। মাকে কোনো উপহার দিতে পারেন।

সিংহ: দিনটি কর্মক্ষেত্রে চ্যালেঞ্জে ভরা থাকবে। বুদ্ধি ও বিচক্ষণতার সাহায্যে সমস্যার সমাধান করুন। প্রতিদ্বন্দ্বীরা কোনো পরামর্শ দিলে তা এড়িয়ে যান। কারণ তারা আপনাকে ভুল পরামর্শ দিতে পারেন। রাজনীতির সঙ্গে জড়িত ব্যক্তিরা আজ কিছু সুযোগ পাবেন, ফলে তাদের প্রতিষ্ঠা বাড়বে। ব্যবসায় পছন্দ মতো লাভ পাওয়ায় প্রসন্ন হবেন।

কন্যা: দিনটি অন্যান্য দিনের তুলনায় ভালো কাটবে। যে কাজ করবেন, তাতে সাফল্য লাভ করবেন। পছন্দের কাজ করার চেষ্টা করুন। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ সম্পন্ন হওয়ায় আনন্দিত হবেন। এখনও প্রেম নিবেদন করে না থাকলে এবার তা করতে পারেন। অংশীদারির ব্যবসা করে থাকলে মুনাফা হবে।

তুলা: দিনটি অত্যন্ত ফলদায়ী। সন্ধ্যায় মা-বাবার স্বাস্থ্যের প্রতি সচেতন থাকবেন। চোখের সমস্যা বাড়তে পারে। আটকে থাকা টাকা ফিরে পাওয়ায় আর্থিক পরিস্থিতি মজবুত হবে। প্রয়োজন অনুযায়ী কাজে হস্তক্ষেপ করবেন। নিজের কাজ ছাড়া অন্যের কাজে হস্তক্ষেপ করবেন না। সন্তানের উন্নতি দেখে আনন্দিত হবেন।

বৃশ্চিক: প্রভাব ও বৈভব বৃদ্ধি পাবে। বরিষ্ঠ ও মা-বাবার দোয়ায় বহু প্রতীক্ষিত পছন্দের জিনিস পেতে পারেন। ফলে পরাক্রম বৃদ্ধি পাবে। ছাত্রছাত্রীদের অধিক পরিশ্রম করতে হবে। তখনই পরীক্ষায় সাফল্য লাভ করতে পারেন। বন্ধুকে টাকা ধার দিলে, তারা আপনাকে প্রতারিত করতে পারেন। ফলে সেই টাকা হাতছাড়া হবে। আর্থিক লেনদেনের আগে সতর্কতা অবলম্বন করুন।

ধনু: দিনটি সাধারণ। বন্ধুর স্বাস্থ্যের কারণে চিন্তিত থাকবেন। এর জন্য কিছু টাকার ব্যবস্থা করতে পারেন। অধিক দৌড়ঝাঁপ করতে হবে। পরিবারের আকস্মিক ব্যয় বাড়তে পারে, যা আপনার দুশ্চিন্তা বাড়াবে। ব্যবসায়ে কোনো চুক্তি চূড়ান্ত করলে ভবিষ্যতে এর দ্বারা লাভ হবে। ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। ফলে মানসম্মান বাড়বে।

মকর: দিনটি ইতিবাচক পরিণাম নিয়ে আসবে। সব কাজ সম্পন্ন হবে ও আনন্দ বাড়বে। ভাইয়ের সঙ্গে কোনো বিবাদ চললে তার সমাধান হবে। বিবাহযোগ্য ব্যক্তিরা বিয়ের প্রস্তাব পাবেন। পরিবারের সদস্যদের সহমত থাকবে। সন্তানকে পড়াশোনার জন্য বিদেশে পাঠানোর জন্য দিনটি ভালো। অর্থ লগ্নির আগে ভালোভাবে চিন্তাভাবনা করুন।

কুম্ভ: দিনটি ব্যয় বহুল। সন্তানের কাছ থেকে হতাশাজনক সংবাদ শুনতে পাবেন। মা-বাবার দোয়ায় কোনো কাজ করলে অবশ্যই সাফল্য লাভ করবেন। প্রেমীরা পরিবারের সদস্যের সঙ্গে জীবনসঙ্গীর সাক্ষাৎ করাতে পারেন। পরিবারের কোনো সদস্যের কাছ থেকে প্রতারণার শিকার হতে পারেন। ফলে চিন্তিত হবেন। সন্ধ্যার দিকে আত্মীয়ের বাড়ি যাওয়ার পরিকল্পনা করবেন।

মীন: আজকের দিনটি বিশেষ। ব্যবসায় লোকসান থাকলে তাতে মুনাফা অর্জন করতে সফল হবেন। শত্রু আপনার উন্নতি দেখে ঈর্ষান্বিত হবেন। বন্ধুও আপনার শত্রু হবে। তাই বন্ধু ও শত্রুদের চিহ্নিত করুন। সন্ধ্যায় পরিবারের সদস্যদের সঙ্গে কোনো শুভ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। নতুন গাড়ি কেনার পরিকল্পনা করে থাকলে আপাতত অপেক্ষা করুন।

 

সংবাদটি আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ