লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে ভিক্ষুকের জমি জবর দখলের অভিযোগ উঠেছে। রোববার (১২ ই জানুয়ারি) দুপুরে সরজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার দক্ষিণ চরবংশী ইউপির চরলক্ষ্মী ডাকাতিয়া নদীর পাড়ে একটি জমি থেকে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে নিচ্ছে কয়েকজন।
স্থানীয়রা জানান, মাটি কাটার লোকেরা কাজ করছেন স্কুল শিক্ষক আবু সিদ্দিকের হয়ে।
এসময় কান্নাজড়িত কন্ঠে বছর নব্বই বয়েসী ভুক্তভোগী ভিক্ষুক আমেনা খাতুন বলেন, আমার জমিনডা দখল করছে হেরা (তারা)। হের নাম আবু সিদ্দিক। বাপরে আমার আর জমিন নাই। কীয়ারমু (কী করবো) আমরা অনে (এখন)।
শুধু ভিক্ষুক আমেনাই নন ঐ স্কুল শিক্ষকের দখল কান্ডের শিকার হয়েছেন আরও প্রায় ৮ জন। শাহিনুর (৪০) নামে আরেক ভুক্তভোগী বলেন, সিদ্দিক জোর করে জমি দখলে নিচ্ছে। আদালতে আমাদের মামলা চলমান রয়েছে।
আবু তাহের (৩৫) নামে অপর এক ভুক্তভোগী বলেন, জমি দখলে নিয়েছে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোবারক মাস্টারের মেয়ের জামাই আবু সিদ্দিক প্রধানীয়া। আমরা বিচার পাচ্ছি না কোথাও।
অভিযোগের বিষয়ে জানতে সিদ্দিকের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তাকে পাওয়া যায়নি।
সম্পাদক : হালিমা খাতুন, নির্বাহী সম্পাদক : মুন্সি মোঃ আল ইমরান। MAA 23 Multimedia Limited এর পক্ষে প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১, মুঠোফোন : ০১৮১৭-৫৩০৯৫২, ০১৯৭৯-৭৯৯১৪৬। ইমেইল : dailybartomandeshsangbad@gmail.com
© All rights reserved © Maa 23 Multimedia Limited