শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৪:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঘুঙ্গিয়ারগাঁও বাজার ময়লা আবর্জনা পরিষ্কার উদ্যোগে ইউ এন ও জরাজীর্ণ অবকাঠামোতেই চলছে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা ওবায়দুল কাদেরের বিরুদ্ধে দুদকের প্রথম মামলা কর্ণফুলী টানেল বহির্ভূত খাতে ৫৮৫ কোটি টাকা আত্মসাৎ তাফাল বাড়ি স্কুল এন্ড কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত সাঘাটায় মসজিদের পাশে করাত কল, নিয়মবহির্ভূত লাইসেন্স বিভাগীয় তদন্ত টিম সাঘাটায় বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ রাজধানীর কদমতলী এলাকা হতে ০২ টি বিদেশি পিস্তল ও গুলিসহ ০২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। মায়ের পরকীয়ার বলী কিশোরী উর্মী ; গ্রেফতার মা-বাবা দুলাভাই। বাগদান সম্পন্ন করলেন টেলর সুইফট পূর্ব সুন্দরবনে দুই হরিণ শিকারি আটক।
জরুরী বিজ্ঞপ্তি
দৈনিক বর্তমান দেশ সংবাদ এ সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১,  মুঠোফোন :  ০১৮১৭-৫৩০৯৫২।

ঢাকা কলেজ বাঁধন ইউনিটের সভাপতি হারুন, সম্পাদক জাহেরুল

  • আপডেট এর সময় : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ১১৯ বার পঠিত হয়েছে

নিজস্ব প্রতিনিধি: স্বেচ্ছায় রক্তদানের সংগঠন বাঁধনের ঢাকা কলেজ ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দর্শন বিভাগের মো. হারুন (শিমুল) এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন পরিসংখ্যান বিভাগের মো. জাহেরুল ইসলাম। জোনাল প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী খালেদ বিন ওয়ালিদ।

সোমবার (১৩ জানুয়ারি) সকাল ১১টায় কলেজটির গণিত বিভাগের সেমিনার কক্ষে সংগঠনটির বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর এবং নবীন বরণ ২০২৫ অনুষ্ঠানে নতুন এ কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।

‘বাঁধন’ ঢাকা কলেজ ইউনিটের ২০২৪ সেশনের সভাপতি নাজমুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আ ক ম রফিকুল আলম, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক পারভীন সুলতানা হায়দার, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মো. আনোয়ার মাহমুদ, বাঁধন ঢাকা কলেজ ইউনিটের শিক্ষক উপদেষ্টা মো. ওবায়দুল করিম ও নাজমুন নাহার মুনমুন।

এ কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহসভাপতি পদে শাকিল সরকার ও মো. হাসিব হোসেন, সহসাধারণ সম্পাদক রিয়াদ হোসেন, সাংগঠনিক সম্পাদক নাহিদ হাসান শাওন, সহসাংগঠনিক সম্পাদক আতিকুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. আব্দুল লতিফ, দপ্তর সম্পাদক সীমান্ত রায়, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. সোহাগ রানা, তথ্য ও শিক্ষাবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, কার্যনির্বাহী সদস্য সাইদুর রহমান, মোনেম শাহরিয়া ফেরদৌস, মো. মেহেদী হাসান রাজু, আব্দুল্লাহ আল ফয়সাল ও মো. সাইফুল হক।

ঢাকা কলেজ বাঁধন ইউনিটের সভাপতি হারুন, সম্পাদক জাহেরুল
জবি ইস্যুতে শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি
নবনিযুক্ত সভাপতি হারুন বলেন, ডোনারের সঙ্গে রোগীর সংযোগ করে দেওয়ায় আমাদের কাজ। আমরা সকলকে সচেতনামূলক রক্ত দানে উদ্বুদ্ধ করি।আমরা দেশের ক্রান্তিকালীন অবস্তায় জনসাধারণের পাশে দাঁড়ায় এবং প্রয়োজনে অর্থ কালেকশন করে কেন্দ্রীয় কমিটির মাধ্যমে তা দুর্যোগ এলাকায় পৌঁছে দেয়।

 

সংবাদটি আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ