নিজস্ব প্রতিনিধি: স্বেচ্ছায় রক্তদানের সংগঠন বাঁধনের ঢাকা কলেজ ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দর্শন বিভাগের মো. হারুন (শিমুল) এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন পরিসংখ্যান বিভাগের মো. জাহেরুল ইসলাম। জোনাল প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী খালেদ বিন ওয়ালিদ।
সোমবার (১৩ জানুয়ারি) সকাল ১১টায় কলেজটির গণিত বিভাগের সেমিনার কক্ষে সংগঠনটির বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর এবং নবীন বরণ ২০২৫ অনুষ্ঠানে নতুন এ কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।
‘বাঁধন’ ঢাকা কলেজ ইউনিটের ২০২৪ সেশনের সভাপতি নাজমুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আ ক ম রফিকুল আলম, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক পারভীন সুলতানা হায়দার, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মো. আনোয়ার মাহমুদ, বাঁধন ঢাকা কলেজ ইউনিটের শিক্ষক উপদেষ্টা মো. ওবায়দুল করিম ও নাজমুন নাহার মুনমুন।
এ কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহসভাপতি পদে শাকিল সরকার ও মো. হাসিব হোসেন, সহসাধারণ সম্পাদক রিয়াদ হোসেন, সাংগঠনিক সম্পাদক নাহিদ হাসান শাওন, সহসাংগঠনিক সম্পাদক আতিকুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. আব্দুল লতিফ, দপ্তর সম্পাদক সীমান্ত রায়, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. সোহাগ রানা, তথ্য ও শিক্ষাবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, কার্যনির্বাহী সদস্য সাইদুর রহমান, মোনেম শাহরিয়া ফেরদৌস, মো. মেহেদী হাসান রাজু, আব্দুল্লাহ আল ফয়সাল ও মো. সাইফুল হক।
ঢাকা কলেজ বাঁধন ইউনিটের সভাপতি হারুন, সম্পাদক জাহেরুল
জবি ইস্যুতে শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি
নবনিযুক্ত সভাপতি হারুন বলেন, ডোনারের সঙ্গে রোগীর সংযোগ করে দেওয়ায় আমাদের কাজ। আমরা সকলকে সচেতনামূলক রক্ত দানে উদ্বুদ্ধ করি।আমরা দেশের ক্রান্তিকালীন অবস্তায় জনসাধারণের পাশে দাঁড়ায় এবং প্রয়োজনে অর্থ কালেকশন করে কেন্দ্রীয় কমিটির মাধ্যমে তা দুর্যোগ এলাকায় পৌঁছে দেয়।
সম্পাদক : হালিমা খাতুন, নির্বাহী সম্পাদক : মুন্সি মোঃ আল ইমরান। MAA 23 Multimedia Limited এর পক্ষে প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১, মুঠোফোন : ০১৮১৭-৫৩০৯৫২, ০১৯৭৯-৭৯৯১৪৬। ইমেইল : dailybartomandeshsangbad@gmail.com
© All rights reserved © Maa 23 Multimedia Limited