প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ১২:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৩, ২০২৫, ৮:২৪ এ.এম
লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে সস্ত্রীক দেখা করলেন মির্জা আব্বাস

অনলাইন ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অচিরেই সুস্থ হয়ে দেশে ফিরে দেশ ও জনগণের হাল ধরবেন- এমনটাই প্রত্যাশা করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস।
শনিবার যুক্তরাজ্যে ‘লন্ডন ক্লিনিকে’ ভর্তি খালেদা জিয়ার সঙ্গে দেখা করে সাংবাদিকদের কাছে তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন। এসময় তার স্বামী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সেখানে ছিলেন।
সাবেক প্রধানমন্ত্রী সঙ্গে সাক্ষাৎ শেষে আফরোজা আব্বাস বলেন, মাশাল্লাহ, ম্যাডামকে দেখে অনেক ভালো লেগেছে। মানসিকভাবে তিনি সবসময় স্ট্রং ছিলেন। এজন্য এখনো এভাবে মেরুদণ্ড সোজা করে আছেন। অন্য কোনো মহিলা হলে এতদিনে খুঁজে পাওয়া যেতো না।
আফরোজা আব্বাস বলেন, এখন পরিবারের সবার সঙ্গে আছেন, এখন আরও ভালো আছে, ইনশাল্লাহ্। আমরা আশা করছি অচিরেই তিনি অনেক সুস্থ হয়ে যাবেন এবং দেশে আবার ফিরে আসবেন এবং দেশে এসে দেশ ও জনগণের হাল ধরবেন।
খালেদা জিয়ার সঙ্গে আপনার কী কথা হয়েছে- জানতে চাইলে মহিলা দলের এই নেত্রী বলেন, ‘কেমন আছো? নাতি নাতনি ছেলেমেয়েরা কেমন আছে? তারপরে দেশের অবস্থা কি? সবাই কেমন আছে? মহিলা দলের সবাই কেমন আছে?’ সবার কথা জিজ্ঞেস করেছেন। কোনো রাজনৈতিক আলোচনা হয়নি, কিন্তু সবার কথা জিজ্ঞেস করেছেন, কেমন আছে।
সম্পাদক : হালিমা খাতুন, নির্বাহী সম্পাদক : মুন্সি মোঃ আল ইমরান। MAA 23 Multimedia Limited এর পক্ষে প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১, মুঠোফোন : ০১৮১৭-৫৩০৯৫২, ০১৯৭৯-৭৯৯১৪৬। ইমেইল : dailybartomandeshsangbad@gmail.com
© All rights reserved © Maa 23 Multimedia Limited