রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৬:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নুরের ওপর হামলা তীব্র নিন্দা জানিয়েছেন তারেক রহমান। নিষেধাজ্ঞা শেষে আগামীকাল থেকে খুলছে সুন্দরবনের দ্বার: গজারিয়ায় নতুন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শারমিন আহমেদ (তিথী) যোগদান বোয়ালমারীতে জোর করে জমি লিখে নেয়ার চেষ্টায় ব্যর্থ হয়ে হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন ঘুঙ্গিয়ারগাঁও বাজার ময়লা আবর্জনা পরিষ্কার উদ্যোগে ইউ এন ও জরাজীর্ণ অবকাঠামোতেই চলছে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা ওবায়দুল কাদেরের বিরুদ্ধে দুদকের প্রথম মামলা কর্ণফুলী টানেল বহির্ভূত খাতে ৫৮৫ কোটি টাকা আত্মসাৎ তাফাল বাড়ি স্কুল এন্ড কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত সাঘাটায় মসজিদের পাশে করাত কল, নিয়মবহির্ভূত লাইসেন্স বিভাগীয় তদন্ত টিম সাঘাটায় বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ
জরুরী বিজ্ঞপ্তি
দৈনিক বর্তমান দেশ সংবাদ এ সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১,  মুঠোফোন :  ০১৮১৭-৫৩০৯৫২।

ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহ্যবাহী গুটিদাড়া খেলা অনুষ্ঠিত

  • আপডেট এর সময় : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ১২৮ বার পঠিত হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী প্রাচীন গুটিদাড়া খেলা।

সোমবার বিকেলে পৌর এলাকার শেরপুর ধানিজমিতে এ খেলা হয়। খেলার ঐতিহ্যকে ধরে রাখতে ব্রাহ্মণবাড়িয়ার বিশিষ্ট রাজনীতিবিদ ও ক্রীড়াসংগঠক ডা. ফরিদুল হুদা স্মরণে সাহিত্য একাডেমির এর আয়োজন করে।

মহিষের শিং দিয়ে বিশেষ ভাবে তৈরি এক ধরনের গুটি ও দেড় হাত লম্বা বাঁশের দাড়া দিয়ে প্রবীণ-নবীনের মাঝে এই খেলা অনুষ্ঠিত হয়। প্রতি দলে ১১জন করে দু’ভাগে বিভক্ত হয়ে খেলায় অংশ নেন প্রবীন ও নবীনরা। বাঁশের মোটা লাঠি দিয়ে মহিষের শিংয়ের তৈরি ছোট্ট গুটিটিতে সজোরে আঘাত করা হয়। গুটিটি লুফে নিতে পারলে আউট। গুটিটি কেউ ধরতে পারলো কিনা তার ওপর নির্ভর করে পয়েন্ট। এভাবেই খেলার হার-জিত নির্ধারিত হয়। খেলার নির্ধারিত ১ ঘন্টায় লাল দল ও সবুজ দল উভয়ই ৮ পয়েন্ট করে অর্জন করায় ফলাফল ড্র ঘোষনা করা হয়। খেলা শেষে দু’দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন, ডা. ফরিদুল হুদার ছেলে ডা. নাজমুল হুদা বিপ্লব, প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, টেলিভিশন জার্নালিস্ট এসোসিশনের সভাপতি আল আমীন শাহীন, সাধারণ সম্পাদক মফিজুর রহমান লিমন, সাহিত্য একাডেমীর সাধারন সম্পাদক নুরুল ইসলাম আশরাফ, সাংবাদিক ইব্রাহিম খান সাদত প্রমুখ উপস্থিত ছিলেন।

গুটিদাড়া খেলাটি উপভোগ করতে শহরের বিভিন্ন প্রান্ত থেকে নারী-পুরুষ ভীড় জমায়। তাদের কোলাহলে পুরো মাঠ এক মিলন মেলায় পরিণত হয়।

আয়োজকরা জানান, যুব ও তরুণ সমাজকে বিপদগামী হওয়ার হাত থেকে রক্ষা করতে এবং প্রাচীন এই খেলার ঐতিহ্য ধরে রাখতেই এই খেলার আয়োজন করা হয়। গুটিদাড়া খেলাটি ২০০৭ সাল থেকে সাহিত্য একাডেমীর আয়োজনে অনুষ্ঠিত হয়ে আসছে।

সংবাদটি আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ