মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৯:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাঘাটা সমাজসেবা কর্মকর্তার অনিনয়ম-দুর্নীতির শাস্তির দাবিতে মানববন্ধন গণস্বাক্ষর স্বারক লিপি প্রদান খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস মারা গেছেন আন্তর্জাতিক মানদণ্ডে আমদানি মূল্য পরিশোধের নির্দেশনা ভুয়া অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিলো ফেসবুক বজ্রপাত ও বৃষ্টির সময় যে দোয়াটি পড়া উত্তম ফাইনালে অনিশ্চয়তা, চোটে পড়লেন লেভানডোভস্কি দীর্ঘদিনের বান্ধবীকে বিয়ে করলেন ক্রিস্টেন স্টুয়ার্ট নকশার ব্যত্যয় নির্মাণাধীন ঢাকার ৩৩৮২টি ভবন ভাঙা হবে ঢাকায় ছাত্রদল নেতা পারভেজ হত্যার প্রতিবাদে মাদারীপুরে মানববন্ধন সুন্দরবনের জীব বৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে। বিভিন্ন খালে বিষ প্রয়োগের মাধ্যমে চলছে মাছ শিকার।
জরুরী বিজ্ঞপ্তি
দৈনিক বর্তমান দেশ সংবাদ এ সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১,  মুঠোফোন :  ০১৮১৭-৫৩০৯৫২।

চাঞ্চল্যকর হত্যাকান্ডে সরাসরি জড়িত পলাতক আসামী কে গ্রেফতার করেছে র‌্যাব-১০

  • আপডেট এর সময় : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ৭১ বার পঠিত হয়েছে

নিজস্ব প্রতিনিধি: গত ২৭ ডিসেম্বর ২০২৪ খ্রিঃ তারিখ আনুমানিক সকাল ০৬:৩০ ঘটিকায় গ্রাম্য দলাদলি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের ধরে পূর্বপরিকল্পিতভাবে আসামী শাইদুল আকন (৩৯) সহ শতাধিক ব্যক্তি মিলে ধারালো অস্ত্র (রামদা, ছেনদা, চাইনিজ কুড়াল, লোহার রড, সরকি, টেটা, চাপাতি ও হাত বোমা ইত্যাদি) নিয়ে ভিকটিম সিরাজুল চৌকিদারের উপর অতর্কিত আক্রমন করে। অতঃপর আক্রমনকারীরা তাদের হাতে থাকা উল্লেখিত ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি ভাবে কুপিয়ে সিরাজুলের হাত, পা ও মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত হাড়কাটা জখম করে এবং সিরাজুলের হাতের কব্জি বিচ্ছিন্ন করে বিচ্ছিন্ন হাত নিয়ে আসামিরা উল্লাস করতে থাকে। একপর্যায়ে ভিকটিম সিরাজুলের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে আসামি শাইদুল ও তার অন্যান্য সহযোগীরা তাদের হাতে থাকা একাধিক হাত বোমার বিস্ফোরন ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে সিরাজুলের আত্মীয়স্বজন স্থানীয় লোকজনদের সহযোগীয়তায় সিরাজুলকে গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে ভিকটিম সিরাজুল মৃত্যুবরণ করেন।

উক্ত ঘটনায় মৃত সিরাজুল চৌকিদারের পিতা আঃ রশিদ চৌকিদার (৫৫) বাদী হয়ে মাদারীপুর জেলার কালকিনি থানায় সিরাজুল চৌকিদারকে নৃশংসভাবে কুপিয়ে হাতের কব্জি বিচ্ছিন্ন করে চাঞ্চল্যকর হত্যাকান্ডে সরাসরি জড়িত আসামি শাইদুল আকন (৩৯)সহ ৩৪ জন এবং অজ্ঞাতনামা শতাধিক ব্যক্তির বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন যার মামলা নং-১০, তাং-৩০/১২/২০২৪ খ্রিঃ, ধারা-১৪৩/৪৪৭/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩০২/১১৪/৩৪ দন্ড বিধি। ইতোমধ্যে উক্ত হত্যাকান্ডের ঘটনাটি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া গুরুত্বের সাথে প্রচারিত হলে দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। পরবর্তীতে উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা উক্ত হত্যা মামলার এজাহার নামীয় পলাতক আসামী শাইদুল আকন’কে গ্রেফতারের লক্ষ্যে অধিনায়ক র‌্যাব-১০ বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচন পত্রের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল চাঞ্চল্যকর সিরাজুল চোকিদার হত্যাকান্ডে জড়িত পলাতক আসামী শাইদুলকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায় গতকাল ১৩ জানুয়ারি ২০২৫ তারিখ দুপুর আনুমানিক ১৪:১০ ঘটিকায় র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় রাজধানী ঢাকার লালবাগ থানাধীন শহীদনগর এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে উল্লেখিত মাদারীপুর জেলার কালকিনি থানাধীন এলাকায় গ্রাম্য দলাদলি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের ধরে চাঞ্চল্যকর সিরাজুল চৌকিদার হত্যাকান্ডের সাথে সরাসরি জড়িত পলাতক আসামী শাইদুল আকন (৩৯), পিতা-ছিড়– আকন, সাং-খুনেরচর, থানা-কালকিনি, জেলা-মাদারীপুর’কে গ্রেফতার করে। সে মামলা রুজুর পর হতে রাজধানীর লালবাগসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল বলে জানা যায়।

গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ