খোরশেদ রনি (লক্ষীপুর প্রতিনিধি):
আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমানের লক্ষ্মীপুরে আগমন উপলক্ষে রামগঞ্জ উপজেলা জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ৭.০০টায় রামগঞ্জ উপজেলা শহরের জিয়া অডিটোরিয়ামে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
রামগঞ্জ উপজেলা জামায়াতের আমির নাজমুল হাসান পাটোয়ারীর সভাপতিত্বে উপজেলা সহকারী সেক্রেটারি জাকির হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষীপুর জেলা জামায়াতের সেক্রেটারি ফারুক হোসাইন নূরনবী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মহসিন কবির মুরাদ, জেলা তারবিয়াত বিভাগের সম্পাদক সর্দার সৈয়দ আহমেদ।
আাগামী ১লা ফেব্রুয়ারী জামায়াত আমিরের লক্ষ্মীপুরে আগমনকে কেন্দ্র করে জেলা জামায়াতের উদ্যোগে গণ জমায়েত কর্মসূচি ঘোষণা করা হয়েছে। জামায়াতের আমিরের আগমন কে ঘিরে রামগঞ্জ উপজেলা থেকে দশ হাজার জনশক্তির উপস্থিতির পরিকল্পনা গ্রহণ করেছে উপজেলা জামায়াত।
এক্ষেত্রে প্রত্যেক ইউনিয়ন ওয়ার্ড এবং ইউনিটকে স্ব স্ব খরচ বহন করার নির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি গণ জমায়েত বাস্তবায়নের জন্য প্রত্যেক ইউনিয়নকে নির্দিষ্ট কোটা পরিমাণ টাকা পরিশোধ করার নির্দেশনা প্রদান করা হয়।
এ সময় রামগঞ্জ উপজেলার প্রত্যেক ইউনিয়ন ও ওয়ার্ড জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত জামায়াত নেতা কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ গণ জমায়েত সফল করতে যাতায়াতের জন্য ১৬০ টি বাস ভাঁড়া ও বেশ কিছু নগদ অর্থ সংগ্রহ করা হয়।