শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৪:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঘুঙ্গিয়ারগাঁও বাজার ময়লা আবর্জনা পরিষ্কার উদ্যোগে ইউ এন ও জরাজীর্ণ অবকাঠামোতেই চলছে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা ওবায়দুল কাদেরের বিরুদ্ধে দুদকের প্রথম মামলা কর্ণফুলী টানেল বহির্ভূত খাতে ৫৮৫ কোটি টাকা আত্মসাৎ তাফাল বাড়ি স্কুল এন্ড কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত সাঘাটায় মসজিদের পাশে করাত কল, নিয়মবহির্ভূত লাইসেন্স বিভাগীয় তদন্ত টিম সাঘাটায় বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ রাজধানীর কদমতলী এলাকা হতে ০২ টি বিদেশি পিস্তল ও গুলিসহ ০২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। মায়ের পরকীয়ার বলী কিশোরী উর্মী ; গ্রেফতার মা-বাবা দুলাভাই। বাগদান সম্পন্ন করলেন টেলর সুইফট পূর্ব সুন্দরবনে দুই হরিণ শিকারি আটক।
জরুরী বিজ্ঞপ্তি
দৈনিক বর্তমান দেশ সংবাদ এ সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১,  মুঠোফোন :  ০১৮১৭-৫৩০৯৫২।

ব্যাংকিং সুবিধা সহ সকল কারখানা খুলে দেয়ার দাবীতে বেক্সিমকোর শ্রমিকদের মানববন্ধন

  • আপডেট এর সময় : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ১০২ বার পঠিত হয়েছে

সাভার উপজেলা প্রতিনিধি:

ব্যাংকিং সুবিধাসহ বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের সকল কারখানা খুলে দেওয়ার দাবীতে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কে ১৫ কিলোমিটার জুড়ে প্রায় ৪০ হাজার শ্রমিক, কর্মকর্তা, কর্মচারী মানব বন্ধন করেছে।

মঙ্গলবার( ১৪ ই জানুয়ারি ২০২৫) সকাল ১০ টায় আশুলিয়ার নবীনগর থেকে বাড়ইপাড়া পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে শান্তিপূর্ণ এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। পরে দুপুর ১টার দিকে মানব বন্ধন কর্মসূচি শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

মানব বন্ধনে অংশ নেয়া শ্রমিকরা জানায়, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের কারখানাগুলো বন্ধ হওয়ার কারণে প্রায় ৪০ হাজার শ্রমিক, কর্মকর্তা, কর্মচারীর পরিবার দূর্বিষহ জীবন যাপন করছে। তাই তাদের দাবী বন্ধ হওয়া সকল কারখানা খুলে দেওয়া, ব্যাংকিং সুবিধা সহ নানা দাবী জানিয়ে তারা মানব বন্ধন কর্মসূচি পালন করছেন।

এছাড়া শ্রমিকরা আরো জানায়, তাদের তিন দফা দাবী বাস্তবায়নের জন্য সংশ্লীষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানান। দাবীগুলো হল- আমদানী-রপ্তানী ও কোম্পানী সচল রাখতে এলসি সুবিধা প্রদান, অতিসত্তর লে অফ তুলে কোম্পানীর সকল কার্যক্রম স্বাভাবিক করা এবং সকল বকেয়া বেতন অতিসত্তর পরিশোধ করা।

বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের (বিজিডি) এর সহকারী ব্যবস্থাপক আলিম উদ্দিন জানান, বেক্সিমকোর সকল কারখানা খুলে দেয়ার জন্যই আজকের এই মানব বন্ধন।

অন্তর্বর্তীকালীণ সরকারের কাছে আবেদন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের সকল কারখানা কুলে দেয়া এবং সকল এলসির ব্যবস্থা করা এবং ক্রয়াদেশ পেতে যা যা করা দরকার তার দাবী জানান। এসকল দাবী না মানা হলে আমরা আবার আগামী শনিবার কর্মসূচিতে যাবো বলেও জানান তিনি।

বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অরবিন্দু বেপারী বিন্দু জানান, সরকারের উচিত হবে শ্রমিকদের সাথে আলাপ আলোচনা করে শ্রমিকদের স্বার্থে একটা সুষ্ঠু সমাধান বের করা। যাতে করে এই শ্রমিকদের সড়কে নামতে না হয় এবং এবিষয়টিকে কেন্দ্র করে কোন তৃতীয় পক্ষ যাতে নৈরাজ্য সৃষ্টি করতে না পারে সে দিকে প্রশাসনের কঠোর নজরদারী রাখার আহব্বান জানান তিনি।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (গাজীপুর অঞ্চল) আবু হাসান মিয়া জানান, বেক্সিমকোর শ্রমিকরা তাদের দাবী নিয়ে মহাসড়কের পাশে শান্তিপূর্ণ ময়ানব বন্ধ করছে। রাস্তাঘাটের যানবাহন চলাচল যাতে স্বাভাবিক থাকে সেজন্য গাজীপুর হাইওয়ে পুলিশের পাশাপাশি, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের বিপুল সংখ্যক সদস্য রাস্তায় মোতায়েন রয়েছে।

সংবাদটি আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ