বিনোদন ডেস্ক: দীর্ঘ ২২ বছর পর মডেল ও অভিনেত্রী সৈয়দা তানিয়া মাহবুব তিন্নি হত্যার আলোচিত মামলার রায় ঘোষণা করেছেন আদালত। রায়ে মামলার একমাত্র আসামি বরিশাল-২ আসনের জাতীয় পার্টির সাবেক এমপি গোলাম ফারুক অভিকে খালাস দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেল ৩টার দিকে ঢাকার ২য় অতিরিক্ত জেলা জজ আদালতের বিচারক শাহীনুর আক্তার এ রায় করেন। মামলার শুরু থেকেই আসামি অভি পলাতক রয়েছেন। বিষয়টি কালবেলাকে নিশ্চি করেছেন সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর সৈয়দ মো. আবু জাফর।
এর আগে, ২০২১ সালের ২৬ অক্টোবর আলোচিত এ হত্যা মামলার রায় ঘোষণার জন্য দিন ধার্য ছিল। কিন্তু রাষ্ট্রপক্ষ মামলাটি পুনরায় শুনানির জন্য আবেদন করলে বিচারক সেটি মঞ্জুর করেন। পরে ২০২১ সালের ১৫ নভেম্বর এ মামলার রায়ের দিনটি ধার্য করা হয়। কিন্তু রায়ের দিন দীর্ঘদিন নিঁখোজ থাকা মামলার বাদী তিন্নির বাবা আদালতে হাজির হন। এরপর রায় পিছিয়ে তিন্নির বাবার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন আদালত। এরপর মামলার সকল কার্যক্রম শেষে আজ আলোচিত এ মামলাটির রায়ের দিন ধার্য করা হয়।
মামলা সূত্রে জানা যায়, ২০০২ সালের ১০ নভেম্বর রাতে কেরানীগঞ্জের বুড়িগঙ্গা নদীর ১ নম্বর চীন মৈত্রী সেতুর ১১ নম্বর পিলারের পাশে মডেল তিন্নির লাশ পাওয়া যায়। পরের দিন অজ্ঞাত পরিচয়ের আসামির বিরুদ্ধে মামলা করেন কেরানীগঞ্জের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. সফি উদ্দিন। এরপর ছবি পত্রিকায় ছাপা হলে সুজন নামে এক আত্মীয় লাশটি মডেল তিন্নির বলে শনাক্ত করেন। পরে মামলাটি চাঞ্চল্যকর হিসেবে সেই বছরের ২৪ নভেম্বর সিআইডিতে হস্তান্তর করা হয়।
সম্পাদক : হালিমা খাতুন, নির্বাহী সম্পাদক : মুন্সি মোঃ আল ইমরান। MAA 23 Multimedia Limited এর পক্ষে প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১, মুঠোফোন : ০১৮১৭-৫৩০৯৫২, ০১৯৭৯-৭৯৯১৪৬। ইমেইল : dailybartomandeshsangbad@gmail.com
© All rights reserved © Maa 23 Multimedia Limited