নিজস্ব প্রতিনিধি: গত ০১ নভেম্বর ২০২৪ তারিখ রাজধানীর চকবাজার থানাধীন কাচাঁ বাজার এলাকায় মোবাইল ফোন চুরি’কে কেন্দ্র করে জীবন (২০), পিতা-মৃত জাকির হোসেন, সাং-ঢালিপাড়া, থানা-নড়িয়া, জেলা-শরিয়তপুর নামের একজন যুবক’কে ৭ম তলার ছাদ থেকে ফেলে হত্যার ঘটনায় ভিকটিমের চাচা জিয়া উদ্দিন (২৮) বাদী হয়ে রাজধানীর চকবাজার থানায় ভিকটিম জীবনকে ছাদ থেকে ফেলে হত্যাকান্ডে সরাসরি জড়িত শাওনসহ ০৪ জন এবং অজ্ঞাতনামা আরো ৪/৫ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-০৪, তারিখ-০১/১১/২০২৪ খ্রিঃ, ধারা-৩০২/৩৪ দন্ডবিধি। মামলা রুজুর বিষয়টি জানতে পেরে হত্যাকান্ডে জড়িত সকল আসামীরা আত্মগোপনে চলে যায়।
পরবর্তীতে উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা আলোচিত জীবন হত্যাকান্ডে জড়িত এজাহার নামীয় পলাতক আসামী শাওনকে গ্রেফতারের লক্ষ্যে অধিনায়ক র্যাব-১০ বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচন পত্রের ভিত্তিতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল জীবন হত্যা মামলার অন্যতম প্রধান পলাতক আসামী শাওনকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় গতকাল ১৪/০১/২০২৫ তারিখ দুপুর আনুমানিক ১৪:১০ ঘটিকায় র্যাব-১০ এর উক্ত আভিযানিক দল তথ্য-প্রযুক্তির সহায়তা এবং র্যাব-০১ এর সহযোগীতায় গাজীপুর জেলার সদর থানাধীন টেকনগর চৌরাস্তা এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে উল্লেখিত রাজধানীর চকবাজার এলাকায় ছাদ থেকে ফেলে জীবন (২০)’কে হত্যা মামলার এজাহার নামীয় ৩নং পলাতক আসামী শাওন (২২), পিতা-মো: আব্দুল লতিফ, সাং-গরুশ্বর, থানা-হাজিগঞ্জ, জেলা-চাঁদপুর’কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।