স্টাফ রিপোর্টার: “একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বোতলের প্রভাব : দূষণ ও
স্বাস্ব্যঝুঁকি” এই প্রতিপাদ্যে রিভারাইন পিপল পাবনা জেলা শাখা এক
গণসচেতননতামূলক অনুষ্ঠানের আয়োজন করে। প্রধান অতিথির বক্তব্য দেন প্রধান অতিথির বক্তব্য দেন জেলা অতিরিক্ত ম্যাজিস্টেট মো. মনিরুজ্জমান। তিনি বলেন, অভ্যন্তরীণ ও বৈশি^ক বাস্তবতায় প্লাস্টিক সামগ্রী আমাদের জীবনের সাথে জড়িয়ে গেছে। প্লাস্টিকের ব্যবহার, কী পরিমাণ ব্যবহার, একটি প্লাস্টিক বোতল কতবার ব্যবহার করা যাবে এবং ব্যবহৃত প্লাস্টিক সামগ্রী কোথায় ফেলতে হবে; এ সকল বিষয়ে জ্ঞানার্জন এবং সচেতনতার বিকল্প নেই। প্লাস্টিকের কারণে আমাদের শুধুমাত্র পরিবেশ দূষণই ঘটছে না; ভবিষ্যৎ প্রজন্মও স্বাস্ব্যঝুঁকিতে নিপতিত হচেছ।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, এই অনুষ্ঠান থেকে প্লাস্টিক সামগ্রীর ব্যবহার সম্বন্ধে যে জ্ঞান অর্জন করলে, তা তোমরা একজন শিক্ষার্থী দশজন শিক্ষার্থীকে জানাবে অর্থাৎ সচেতন করবে, আবার দশজন একশো জনকে এভাবে আমরা এগিয়ে যেতে চাই। আমাদের যতটুকু ক্ষতি হবার হয়ে
গেছে; আর ক্ষতি হতে দেওয়া যাবে না। রিভারাইন পিপল পাবনা দেশের নদ-নদী রক্ষার পাশাপাশি পরিবেশ সংক্রান্ত এরকম একটি জনগুরুত্বপূর্ণ বিষয় বেছে
নেওয়ার জন্য জেলা প্রশসনের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।