নিজস্ব প্রতিনিধি : গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকী বলেছেন, সরকারের পক্ষ থেকেই ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নেয়া উচিত। তবে তাড়াহুড়ো করে এটি তৈরি করা যাবে না। পাশাপাশি ঘোষণাপত্রের আইনি ও রাজনৈতিক দিক ঐকমত্যের ভিত্তিতে ঠিক করতে হবে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সাথে সর্বদলীয় বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
জোনায়েদ সাকী বলেন, গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট, জন আকাঙ্ক্ষার প্রতিফলন ও আগামী বাংলাদেশের দিক নির্দেশনা ইত্যাদি বিষয়গুলো একটি দলিলে সন্নিবেশিত হতে পারে। তবে এর পদ্ধতিগত দিক নিয়ে আমাদের প্রস্তাবগুলো তুলে ধরেছি। সেই অনুযায়ী সরকার একটি কর্মপন্থা ঠিক করবে বলে আশা করছি।
তিনি আরও বলেন, ঘোষণাপত্রের জন্য একটি খসড়া কমিটি গঠন করা দরকার। সেই কমিটি সবপক্ষের মতামতকে যুক্ত করে এই দলিলটি তৈরি করবেন। কারণ এটি একটি ঐতিহাসিক দলিল। রাজনৈতিক দলিল হিসেবে সবসময় এটি আমাদের কাজে লাগতে পারে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মাধ্যমে যেই ঐক্যমত্যের সৃষ্টি হয়েছিল তার ভিত্তিতেই দলিলটি তৈরি হতে হবে।
সম্পাদক : হালিমা খাতুন, নির্বাহী সম্পাদক : মুন্সি মোঃ আল ইমরান। MAA 23 Multimedia Limited এর পক্ষে প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১, মুঠোফোন : ০১৮১৭-৫৩০৯৫২, ০১৯৭৯-৭৯৯১৪৬। ইমেইল : dailybartomandeshsangbad@gmail.com
© All rights reserved © Maa 23 Multimedia Limited