মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১১:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাঘাটা সমাজসেবা কর্মকর্তার অনিনয়ম-দুর্নীতির শাস্তির দাবিতে মানববন্ধন গণস্বাক্ষর স্বারক লিপি প্রদান খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস মারা গেছেন আন্তর্জাতিক মানদণ্ডে আমদানি মূল্য পরিশোধের নির্দেশনা ভুয়া অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিলো ফেসবুক বজ্রপাত ও বৃষ্টির সময় যে দোয়াটি পড়া উত্তম ফাইনালে অনিশ্চয়তা, চোটে পড়লেন লেভানডোভস্কি দীর্ঘদিনের বান্ধবীকে বিয়ে করলেন ক্রিস্টেন স্টুয়ার্ট নকশার ব্যত্যয় নির্মাণাধীন ঢাকার ৩৩৮২টি ভবন ভাঙা হবে ঢাকায় ছাত্রদল নেতা পারভেজ হত্যার প্রতিবাদে মাদারীপুরে মানববন্ধন সুন্দরবনের জীব বৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে। বিভিন্ন খালে বিষ প্রয়োগের মাধ্যমে চলছে মাছ শিকার।
জরুরী বিজ্ঞপ্তি
দৈনিক বর্তমান দেশ সংবাদ এ সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১,  মুঠোফোন :  ০১৮১৭-৫৩০৯৫২।

নারায়ণগঞ্জের রুপগঞ্জ থেকে অপহৃত ভিকটিমসহ ২ অপহরণকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০

  • আপডেট এর সময় : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ৫৫ বার পঠিত হয়েছে

ডেস্ক রিপোর্ট : ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা হতে মুক্তিপণের উদ্দেশ্যে অপহৃত ভিকটিম মেহেদী হাসান বিপ্লব (১৪)’কে নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ এলাকা হতে উদ্ধারপূর্বক অপহরণকারী তাজুল ইসলাম ও আকরাম হোসেন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

রংপুর জেলার বদরগঞ্জ থানাধীন রাজারামপুর কাশিগঞ্জ এলাকায় বসবাসকারী মো: মেহেদী হাসান বিপ্লব (১৪), পিতা-মোঃ আবুল কাশেম। সে প্রায় ০৬ মাস যাবৎ ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন আগানগর এলাকার একটি গার্মেন্টসে সহকারী কারীগর হিসেবে কাজ করে আসছে। গত ১২/০১/২০২৫ তারিখ বিকাল আনুমানিক ১৫:০০ ঘটিকায় ভিকটিম বিপ্লব আগানগর এলাকার উক্ত গার্মেন্টস সংলগ্ন এলাকা হতে অপহৃত হয়। বিষয়টি জানতে পেরে ভিকটিম বিপ্লবের বড় ভাই ও গার্মেন্টসের লোকজন সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করতে থাকে। খোঁজাখুজির এক পর্যায়ে গত ১৩/০১/২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ১৮:০০ ঘটিকায় অজ্ঞাতনামা অপহরণকারীরা ভিকটিম বিপ্লবের মোবাইল ফোন থেকে ভিকটিমের মায়ের মোবাইলে ফোন করে বিপ্লবের মুক্তিপণ হিসেবে ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা দাবী করে অন্যথায় ভিকটিমকে প্রাণে মেরে ফেলার হুমকি প্রদর্শন করে। অতঃপর ভিকটিমের বড় ভাই মোঃ মোকছেদুল হক (২২) বাদী হয়ে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় ভিকটিম বিপ্লব’কে অপহরণের দায়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন যার মামলা নম্বর-২৯, তাং-১৭/০১/২০২৫, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী-২০২০) এর ৭/৮/৩০।

উল্লেখিত অপহরণের বিষয়টি জানতে পেরে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল অপহৃত ভিকটিম বিপ্লব’কে অক্ষত অবস্থায় দ্রুত উদ্ধারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও ছায়া তদন্ত শুরু করে।

এরই ধারাবাহিকতায় গতকাল ১৭ জানুয়ারি ২০২৫ তারিখ রাত আনুমানিক ২৩:০৫ ঘটিকায় র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানাধীন এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আগানগর এলাকা হতে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে অপহৃত ভিকটিম মোঃ মেহেদী হাসান বিপ্লব (১৪)’কে অক্ষত অবস্থায় উদ্ধার করতঃ অপহরণকারী ১। তাজুল ইসলাম (২৬) ও ২। মোঃ আকরাম হোসেন (২৫)’কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ