অনলাইন ডেস্ক : অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ না হয়ে কিংস পার্টি গঠন করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। ২১ বছরের ছেলে কি করে জনপ্রতিনিধি নির্বাচিত হয়, এমন প্রশ্নও তুলেছেন তিনি।
রোববার (১৯ জানুয়ারি) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় এমন অভিযোগ করেন তিনি।
হাফিজ উদ্দিন বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ নির্বাচনের আয়োজন করা। ঘোষণাপত্র কোনো কাজে লাগবে না। বরং আওয়ামী লীগের চুরিকৃত অর্থ ফেরত আনতে পারলে কাজে লাগবে। এ সময় প্রধান উপদেষ্টাকে নিরপেক্ষ থাকার আহ্বানও জানান তিনি।
তিনি আরও বলেন, বিএনপির ওপরে কোনও ধরনের কলঙ্ক যাতে না আসে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। যত বড় নেতাই হোক, অভিযোগ আসলে তাদের যেন সঙ্গে সঙ্গে বহিষ্কার করা হয়। তাছাড়া, নেতাকর্মীদেরকে আওয়ামী লীগের দূরে রাখতে হবে।
সীমান্ত প্রসঙ্গে তিনি বলেন, সীমান্তের পরিস্থিতি নিয়ে দীর্ঘস্থায়ী সংগ্রামের প্রস্তুতি নিতে হবে। জীবন বিপন্ন হলেও স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ন রাখব।
সম্পাদক : হালিমা খাতুন, নির্বাহী সম্পাদক : মুন্সি মোঃ আল ইমরান। MAA 23 Multimedia Limited এর পক্ষে প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১, মুঠোফোন : ০১৮১৭-৫৩০৯৫২, ০১৯৭৯-৭৯৯১৪৬। ইমেইল : dailybartomandeshsangbad@gmail.com
© All rights reserved © Maa 23 Multimedia Limited