অনলাইন ডেস্ক : মুলতান টেস্টে পাকিস্তানের স্পিন বিষে নীল হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচে প্রথম ইনিংসে বড় লিড নিয়ে দ্বিতীয় ইনিংসেও বড় সংগ্রহের দিকে এগোচ্ছে পাকিস্তান। দ্বিতীয় দিনের খেলা শেষে ম্যাচে ২০২ রানে এগিয়ে আছে শান মাসুদের দল। ৪ উইকেটে ১৪৩ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে পাকিস্তান। সাউদ শাকিল এবং মোহাম্মদ রিজওয়ানের জুটিটা চলেছে কিছুক্ষণ। দলের ১৮৭ রানের মাথায় ভেঙেছে জুটি। ৫ম উইকেট জুটিতে রান এসেছে ১৪১। সেঞ্চুরি থেকে সামান্য দূরে থাকা অবস্থায় ১৫৭ বলে ৮৪ রানের ইনিংস খেলে আউট হন শাকিল। শাকিলের বিদায়ের পর দ্রুতই সালমান আলী আঘা এবং নোমান আলীর উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান। নোমান আউট হওয়ার পরের ওভারেই আউট হয়েছেন রিজওয়ান। ১৩৩ বলে ৭১ রানের ইনিংস খেলে দলের ২০০ রানের মাথায় আউট হন রিজওয়ান। শেষ দিকে লড়াই চালিয়েছেন সাজিদ খান। ২৫ বলে ১৮ রান করেন তিনি।
এছাড়া ১৭ বলে ৭ রান করেছেন খুররাম শাহজাদ। ২৩০ রানের মাথায় প্রথম ইনিংসে থেমেছে পাকিস্তান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৩টি করে উইকেট শিকার করেন জোমেল ওয়ারিক্যান এবং জেডন সিলস। ২ উইকেট নেন কেভিন সিনক্লেইর। ১টি উইকেট তুলেছেন গুডাকেশ মোটি। জবাব দিতে নেমে পাকিস্তানের স্পিনারদের ঘূর্ণি জাদুর সামনে খাবি খেতে শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। দলের ১০ রানের মাথাতে মিকাইল লুইসকে দিয়ে শুরু। ৫ বলে ১ রান করে বিদায় নিয়েছেন লুইস। তাকে বোল্ড করেছেন সাজিদ খান। এরপর একে একে আরও উইকেট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। লুইসকে ফেরানোর পরের বলেই কেসি কার্টিকে আউট করেন সাজিদ। গোল্ডেন ডাক মেরে সাজঘরে ফিরে যান কার্টি। অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট ১৭ বলে ১১ রানের ইনিংস খেলে আউট হয়েছেন। ক্যারিবিয়ান অধিনায়ককেও ফিরিয়েছেন সাজিদ। একই ওভারে কাভেম হজকেও আউট করেছেন সাজিদ খান। ২২ রানের মধ্যে ৪ উইকেট হাওয়া ওয়েস্ট ইন্ডিজের। সাজিদের ধ্বংসযজ্ঞ শেষে শুরু হয়েছে নোমান আলীর কামাল। জাস্টিন গ্রিভস, টেভিন ইমলাচ এবং আলিক আথানাজেকে ফিরিয়েছেন নোমান। ৫১ রানের মধ্যে ক্যারিবিয়ানরা হারিয়েছে ৭ উইকেট। শুরুর ৭ ব্যাটারের মধ্যে কেবল ব্র্যাথওয়েট ছুঁয়েছেন দুই অঙ্কের কোটা। শেষ দিকে কিছুটা লড়াই চালাতে সক্ষম হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। কেভিন সিনক্লেইর খেলেছেন ১৭ বলে ১১ রানের ইনিংস। গুডাকেশ মোটি ২৫ বলে করেছেন ১৯ রান। ২৪ বলে ৩১ রানের ক্যামিও খেলে অপরাজিত ছিলেন জোমেল ওয়ারিক্যান। ১৩ বলে ২২ রানের ঝড়ো ইনিংস খেলেছেন জেডন সিলস। ২৫.২ ওভারে ১৩৭ রান তুলে প্রথম ইনিংসে থেমেছে ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তানের হয়ে ৫ উইকেট শিকার করেছেন নোমান আলী। ৪ উইকেট নেন সাজিদ খান। ১ উইকেট তুলেছেন আবরার আহমেদ।
প্রথম ইনিংসে ৯৩ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে পাকিস্তান। ইনিংসের উদ্বোধন করেছেন মোহাম্মদ হুরাইরা এবং অধিনায়ক শান মাসুদ। দলের ৬৭ রানের মাথায় থেমেছে জুটি। ৫৮ বলে ২৯ রান করে বিদায় নেন হুরাইরা। তিনে নামা বাবর আজম আলো ছড়াতে পারেননি। ১১ বলে ৫ রান করে আউট হয়েছেন বাবর। শান তুলে নিয়েছেন ফিফটি। অবশ্য ফিফটির পরেই থেমেছেন। ৭০ বলে ৫২ রান করে আউট হয়েছেন শান। শেষ বিকেলে কোনো বিপদ হতে দেননি কামরান গুলাম এবং সাউদ শাকিল। ৪০ বলে ৯ রান করে টিকে আছেন গুলাম। শাকিল অপরাজিত আছেন ৮ বলে ২ রান করে। দ্বিতীয় ইনিংসে ৪১ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০৯ রান করে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে পাকিস্তান, লিড ২০২ রানের। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২ উইকেট তুলেছেন জোমেল ওয়ারিক্যান।
সম্পাদক : হালিমা খাতুন, নির্বাহী সম্পাদক : মুন্সি মোঃ আল ইমরান। MAA 23 Multimedia Limited এর পক্ষে প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১, মুঠোফোন : ০১৮১৭-৫৩০৯৫২, ০১৯৭৯-৭৯৯১৪৬। ইমেইল : dailybartomandeshsangbad@gmail.com
© All rights reserved © Maa 23 Multimedia Limited