কামাল পাশা : গত ১৮/০১/২৫ তারিখ মোঃ আফজাল হোসেন খান, সহকারী পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল), পুলিশ পরিদর্শক (নিঃ) মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল, অফিসার ইনচার্জ শ্রীপুর থানা সঙ্গীয় অফিসার ও ফোর্স এসআই (নিঃ) আব্দুল কুদ্দুস, এসআই (নিঃ) সুরুজ্জামান, কং/২৪৯ মোঃ মনির হোসেন, কং/৭৯৭ রাজিব, কং/১২০৫ মোঃ হারুনুর রশিদ, কং/১৩১১ আঃ মজিদ উভয় কর্মস্থল শ্রীপুর থানা, গাজীপুরসহ আমার নেতৃত্বে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, “শ্রীপুর থানাধীন মাওনা চৌরান্তা সংলগ্ন কালিয়াকৈর রোডস্থ নবী হোসেন এর বাড়ীর ৫ম তলা ভবনের ৩য় তালা প্রবেশ গেইট এর সাথে ১নং আসামী নবী হোসেনের বসত ঘরের ভেতর, নিন্মুক্তো আসামীদ্বয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয় বিক্রয় করার জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ শ্রীপুর থানা সঙ্গীয় অফিসার, ফোর্স সহ ইং-১৮/০১/২৫ খ্রিঃ তারিখ ১৮.৪০ ঘটিকার সময় উল্লেখিত স্থানে পৌছামাত্র পুলিশের উপস্থিতি টের পেয়েেআসামী নবী হোসেন (৬০), পিতা-মৃত: মমতাজ উদ্দিন, সাং-কেওয়া পশ্চিম খন্ড ২। সজল (৫০), পিতা-আব্বাস উদ্দিন, সাং-বদনী ভাংগা, উভয় থানা-শ্রীপুর, জেলা-গাজীপুরদ্বয় সুকৌশলে পালিয়ে যায়। পলাতক আসামী ১। নবী হোসেন (৬০) এর বাড়ীর ৩য় তলায় ১নং আসামী নবী হোসেনের বসত ঘরের ভেতর হইতে ০৭টি মশার কয়েলের কার্টনে রক্ষিত বিভিন্ন ব্যান্ডের ৮৭ বোতল বিদেশি অবৈধ মদ, যাহার সর্বমোট ওজন ৬০,০০০মিঃ লিঃ (৬০ লিটার), যাহার সর্বমোট আনুমানিক বাজার মূল্য ১৬,৭০,০০০/-টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। এই সংক্রান্তে শ্রীপুর থানা মামলা নং-৩৭, তারিখ-১৯/০১/২৫ খ্রিঃ, ধারা- ৩৬(১) সারণির ২৪(খ)/৩৮/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু হয়েছে। পলাতক আসামীদেরকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে