চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ চৌকা সীমান্তে ভারতীয়রা বাংলাদেশে অনুপ্রবেশ করে ফসল ও গাছপালা কেটে ফেলে এমন অবস্থায় বাংলাদেশের কৃষকরা তাদের ফসল রক্ষার্থে ভারতীয়দের সাথে গন্ডগোল জড়িয়ে পড়ে, ভারতীয়রা ইট পাটকেল, তীর, বল্লম, হাসোয়া, হাত বোমা নিক্ষেপ করে ও বিএসএফ বাংলাদেশীদের লক্ষ্য করে কাঁদানি গ্যাস ছুড়ে তাতে বাংলাদেশী ৫ জন আহত হয়।
আহতরা হলেন উপজেলার কালিগঞ্জ মালোপাড়া গ্রামের ফারুক (৩৫), বিশ্বনাথপুর গ্রামের ঝাইটনের ছেলে আসমাউল (১৬) কালিগঞ্জের জিন্নুরের ছেলে তরিকুল (৫৫) সহ পাঁচ।
আহতদের চিকিৎসার দায়িত্ব নিলেন লন্ডন প্রবাসী মোহাম্মদ রাহমান শামীম আহত ব্যক্তিদের আর্থিক সহযোগিতাও করেন তিনি।