বিনোদন ডেস্ক : ‘সনিক দ্য হেজহগ ৩’ সিনেমাটি বিশ্ব মাতিয়েছে। এই ছবিটি দিয়ে দুই বছরের বিরতির পর অভিনয়ে প্রত্যাবর্তন হয়েছে ‘দ্য মাস্ক’খ্যাত কিংবদন্তি অভিনেতা জিম ক্যারির। ফিরেই বক্স অফিসে বাজিমাত করেছেন জনপ্রিয় এই অভিনেতা। ছবিটি তার দুর্দান্ত যাত্রায় বক্স অফিসে গড়েছে নতুন রেকর্ড। ফ্র্যাঞ্চাইজির সর্বোচ্চ আয়কারী সিনেমা হয়ে উঠেছে ‘সনিক ৩’। ফ্র্যাঞ্চাইজির আগের দুটি কিস্তিকে ছাড়িয়ে গেছেন নতুনটির আয়। এখন পর্যন্ত বিশ্বব্যাপী ৪২০ মিলিয়ন ডলার আয় করেছে অভিনেতা জিম ক্যারির প্রত্যাবর্তন ঘটানো সিনেমাটি। এর আগে ‘সনিক দ্য হেজহগ ২’ ৪০৫ মিলিয়ন ডলার আয় করেছিল।
আর প্রথম কিস্তি ‘সনিক দ্য হেজহগ’ বক্স অফিস থেকে তুলে নিয়েছিল ৩২০ মিলিয়ন ডলার। জিম ক্যারি অভিনীত সিনেমাটিতে দেখা গেছে, সনিক, টেইলস এবং নাকলস একজোট হয়ে ডক্টর রোবটনিকের সঙ্গে জোট বেঁধে শ্যাডো দ্য হেজহগের বিরুদ্ধে লড়াই করেন। ছবির লেখক জশ মিলার এবং প্যাট কেসি সম্প্রতি সিনেমার কাহিনির কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন সম্পর্কে ব্যাখ্যা দিয়েছেন। তারা জানিয়েছেন, গেমের মূল কাহিনির মতো মারিয়া রোবটনিকের মর্মান্তিক মৃত্যু সিনেমায় তুলে ধরা সম্ভব হয়নি। গেমে মারিয়া শ্যাডোর সাহায্যে পালাতে গিয়ে সেনাদের হাতে নিহত হন। কিন্তু সিনেমায় তারা এটি দেখাননি। তার কারণ হিসেবে লেখক বলেন, ‘একটা ছোট মেয়ের মৃত্যু দৃশ্যটি সিনেমাতে রাখা আমাদের জন্য কঠিন ছিল। সেজন্য এটি রাখা হয়নি।’
সম্পাদক : হালিমা খাতুন, নির্বাহী সম্পাদক : মুন্সি মোঃ আল ইমরান। MAA 23 Multimedia Limited এর পক্ষে প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১, মুঠোফোন : ০১৮১৭-৫৩০৯৫২, ০১৯৭৯-৭৯৯১৪৬। ইমেইল : dailybartomandeshsangbad@gmail.com
© All rights reserved © Maa 23 Multimedia Limited