গোল ছাড়া অন্যকিছু বোঝেন না তিনি, খুদে ভক্তরাও ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে এমন মন্তব্য করতে পারেন। আসলেই তাই। কীভাবে গোল করা যায়, মাঠে নামলে সেই চিন্তায় বিভোর থাকেন পর্তুগিজ তারকা। সুযোগ পেলেই প্রতিপক্ষের জাল ছিন্ন করেন তিনি। স্বভাবসুলভ সেই মানসিকতা নিয়ে গত মঙ্গলবার রাতেও করলেন দুটি গোল। সৌদি প্রো লিগের ম্যাচে রোনালদো গোল ২টি করেছেন আল খালিজের বিপক্ষে। এতে তার দল আল নাসর জয় পেয়েছে ৩-১ ব্যবধানে। রোনালদোদের হয়ে বাকি এক গোল করেন সুলতান আল ঘানাম। এই ম্যাচে অবশ্য আল খালিজের দুর্বল ভার্সনের বিপক্ষে খেলেছে আল নাসর। কেননা ম্যাচের ৩৪ মিনিটেই ১০ জনের দলে পরিণত হয়েছিল আল খালিজ। লাল কার্ড দেখেছিলেন সায়েদ আল হামসাল।
৬৫ মিনিটে রোনালদোর গোলে লিড নেয় আল নাসর। নিচু শটে আল খালিজের জাল খুঁজে বের করেন তিনি। ৮০ মিনিটে সফল পেনাল্টি কিকে আল খালিজকে ১-১ সমতায় ফেরান কনস্টাস ফরচুনিস। প্রিন্স মোহাম্মদ বিন ফাহাদ স্টেডিয়ামে এক মিনিট পর আবারও এগিয়ে যায় আল নাসর। ৮১ মিনিটে গোল করেন ঘানাম। রোনালদো নিজের দ্বিতীয় গোল করেন ৯৮ মিনিটে। এতে আল নাসর এগিয়ে যায় ৩-১ ব্যবধানে। দল জিতিয়ে চলতি মৌসুমে সৌদি প্রো লিগে গোলের সংখ্যায় সবাইকে ছাড়িয়ে গেছেন রোনালদো। এ নিয়ে ১৩ গোল করে গোলদাতাদের তালিকায় সবার ওপরে নাম লিখিয়েছেন ৫ বারের ব্যালন ডি'অর জয়ী তারকা। পেছনে ফেলেছেন আলেকজান্ডার মিত্রোভিচ ও করিম বেঞ্জেমাকে। ২০২৪-২০২৫ মৌসুমে আল হিলাল তারকা মিত্রোভিচ করেন ১২ আর আল ইতিহাদের বেঞ্জেমা করেছেন ১১ গোল। এই জয়ে প্রো লিগের সেরা তিনে উঠেছে আল নাসর। ১৬ ম্যাচের তাদের পয়েন্ট ৩২। শীর্ষে থাকা আল হিলালের পয়েন্ট ১৬ ম্যাচে ৪৩।
সম্পাদক : হালিমা খাতুন, নির্বাহী সম্পাদক : মুন্সি মোঃ আল ইমরান। MAA 23 Multimedia Limited এর পক্ষে প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১, মুঠোফোন : ০১৮১৭-৫৩০৯৫২, ০১৯৭৯-৭৯৯১৪৬। ইমেইল : dailybartomandeshsangbad@gmail.com
© All rights reserved © Maa 23 Multimedia Limited