বিনোদন ডেস্ক : জয়া আহসান বাংলাদেশের অন্যতম ফাইনেস্ট অভিনেত্রী। এপার-ওপার দুই বাংলাতেই তিনি সমানভাবে সমাদৃত। কাজ করেন বেছে বেছে। সম্প্রতি তিনি কাজ করেছেন ‘বাগান বিলাস’ নামক একটি মিউজিক্যাল ফিল্মে। আগেই দিয়েছিলেন কাজের ইঙ্গিত, এবার জানালেন মুক্তির সময়। ২৫ জানুয়ারি (শবিবার) জয়া তার ফেসবুক পেজে দেওয়া পোস্টে জানিয়েছেন, ২৭ জানুয়ারি (সোমবার) রাত ৯ টায় মুক্তি পাবে ‘বাগান বিলাস’। অভিনেত্রী পোস্টে লিখেছেন, “আমাদের ‘বাগান বিলাস’, ২৭ জানুয়ারি, রাত ৯ টায়।” ২০ জানুয়ারি এই কাজের কথা জানিয়ে সংগীতশিল্পী প্রীতম হাসান ও এলিটা করিমের সাথে একটি ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী। জানিয়েছিলেন, তাদের সাথে খুব রোমাঞ্চকর একটি কাজ করতে যাচ্ছেন। দর্শকও অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন।
তাদের সেই অপেক্ষার পালা এবার ফুরোতে চলেছে। প্রীতম হাসান গানের পাশাপাশি ভালো অভিনয়ও করেন। ‘বাগান বিলাস’- এ জয়ার সঙ্গে কাজ করা নিয়ে খুবই উচ্ছ্বসিত। এর আগে এ বিষয়ে তিনি বলেন, ‘জয়া আপুর সঙ্গে এটিই আমার প্রথম স্ক্রিন শেয়ার করা। এটি আমার জন্য খুব গুরুত্বপূর্ণ একটি কাজ। সাথে এলিটা করিমও আছেন। আশা করি এটি দারুণ কিছু হবে।’ বলা প্রয়োজন, আহসান দেশের অন্যতম মেধাবী ও গুণী অভিনেত্রী। সম্প্রতি তাকে দেখা গেছে নুহাশ হুমায়ূন পরিচালিত সিরিজ ‘২ষ’- তে। অন্যদিকে প্রীতম হাসান দেশের একজন মেধাবী সংগীতশিল্পী। পাশাপাশি তিনি অভিনয়ও করেন। এলিটা করিমও নিজের অবস্থানে সমুজ্জ্বল। উল্লেখ্য, ‘বাগান বিলাস’ পরিচালনা করেছেন সাদিয়া ইসলাম রোজা।
সম্পাদক : হালিমা খাতুন, নির্বাহী সম্পাদক : মুন্সি মোঃ আল ইমরান। MAA 23 Multimedia Limited এর পক্ষে প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১, মুঠোফোন : ০১৮১৭-৫৩০৯৫২, ০১৯৭৯-৭৯৯১৪৬। ইমেইল : dailybartomandeshsangbad@gmail.com
© All rights reserved © Maa 23 Multimedia Limited