মো কামরুল হোসেন সুমন : ভোলা জেলা মনপুরা উপজেলার মৎস্য কর্মকর্তা মো কামাল হোসেন এর সার্বিক তত্তাবাধনে ভোলা জেলার মনপুরা উপজেলায় অদ্য ২৭-জানুয়ারী- ২০২৫খ্রি রোজ সোম বার ভোর ৬ঃ০০ ঘটিকা থেকে অভিযান পরিচালনা করে, কোস্টগার্ড কনটিনজেন্ড মনপুরা ও মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে উপজেলার মেঘনা নদীর ভাষন ভাঙ্গা, বদনীরচর, চর জাঙ্গালিয়া এলাকায় ব্যাপক ভাবে পাঙ্গাশ মাছ ধরার চাইয়ের সন্ধান করে কোন চাই আটক করতে পারেনি কোস্টগার্ড ও মৎস্য অফিস এরপর অত্র এলাকা থেকে(১০) দশটি বেহুন্দিজাল আটক করে মনপুরা কোষ্টগার্ডের আউট পোষ্টে এনে আগুনে পুড়িয়ে বিনষ্ট করে এ সময় উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা কোষ্টগার্ড কন্টিনজেন্ট ও মৎস্য কর্মকর্তা মো কামাল হোসেন সহ অন্যান্য কর্মকর্তাগণ।
https://youtu.be/XE1-XzMJ5mo
মনপুরা উপজেলা মৎস্য কর্মকর্তা মো কামাল হোসেন বলেন অবৈধ পাঙ্গাশ মাছ ধরার চাই ব্যাপক খোজা-খুজির পর চাই পাইনি,পরে আমরা ১০ টি ছোট মাছ ধংসকারী বেহিন্দী জাল আটক করি পরে এসব জাল আগুনে পুরে নষ্ট করা হয়েছে,আমাদের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান মৎস্য কর্মকর্তা।
সম্পাদক : হালিমা খাতুন, নির্বাহী সম্পাদক : মুন্সি মোঃ আল ইমরান। MAA 23 Multimedia Limited এর পক্ষে প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১, মুঠোফোন : ০১৮১৭-৫৩০৯৫২, ০১৯৭৯-৭৯৯১৪৬। ইমেইল : dailybartomandeshsangbad@gmail.com
© All rights reserved © Maa 23 Multimedia Limited