শফিকুল হক শাকিল : মঙ্গলবার মধ্যরাত থেকেই বাংলাদেশ রেলওয়ে ট্রেনের রানিং স্টাফরা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে কর্মবিরতি পালন করছে। ফলে রেল পথে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে ব্রাহ্মণবাড়িযা থেকে কোনো প্রকার ট্রেন ছেড়ে না যাওয়ায় বিভিন্ন স্থানে যাতায়েতকারী কয়েক হাজার যাত্রী চরম দুর্ভোগে পড়েছেন।
অনেক যাত্রীরা বিশেষ কাজের জন্য ঢাকা, চট্রগ্রামসহ বিভিন্ন গুরুত্ব অঞ্চলে যাতায়াত করেন। কর্মবিরতির কারনে বিকল্প পথ হিসেবে সড়ক পথকেই বেছে নিয়েছেন অনেকেই।
তবে অনলাইনে টিকেট কাটা যাত্রীদের টাকা ফেরত পেতে ভোগান্তির শিকার হতে হচ্ছে। এদিকে রেল পথ বন্ধ থাকায় ঢাকা-সিলেট ও চট্টগ্রাম-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া বিভিন্ন অংশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।