খেলাধুলা ডেস্ক: ঢাকা ক্যাপিটালসের ব্যাটারদের ব্যর্থতা নাকি মিরপুর শেরে-ই-বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম তার আগের অবস্থানে ফিরে এসেছে? ঢাকার ব্যাটারদের অসহায়ত্ব, ফরচুন বরিশালের বোলারদের রাজত্ব। এবারের বিপিএলে সবচেয়ে কম, মাত্র ৭৩ রানে অল-আউট হওয়ার লজ্জার রেকর্ড গড়ল ঢাকা ক্যাপিটালস। ৮১ বল বাকি থাকতে ৯ উইকেটে জিতল তামিমের দল। ঢাকা ক্যাপিটালসকে ৮০ রানে গুটিয়ে দিয়ে ফরচুন বরিশাল ম্যাচ জিতল ৯ উইকেটের বিশাল ব্যবধানে। আর তাতেই জয়ের হেক্সা মিশন কমপ্লিট করল তামিম ইকবালের দল। অবশেষে রংপুর রাইডার্সকে টপকে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল ফরচুন বরিশাল। আগেই প্লে-অফ নিশ্চিত করা ফরচুন বরিশালের পয়েন্ট এখন ১৮। সমান ১১ ম্যাচে ৮ জয়ের ফলে ১৬ পয়েন্ট নিয়ে রংপুর নেমে গেল দুইয়ে। দুর্বার রাজশাহীকে পেছনে ফেলে এবারের বিপিএলে সর্বনিম্ন (৭৩) রানে অলআউট হওয়ার লজ্জার রেকর্ড গড়ল ঢাকা। পাওয়ার প্লের ৬ ওভারেও করেছে এবারের বিপিএলের সবচেয়ে কম, ৩ উইকেট হারিয়ে ২৮ রান। ব্যাটিং-দুর্দশার গল্প লিখেছেন তানজিদ তামিম, সাব্বির রহমানরা। ব্যাটিং অর্ডারে বাকিদেরও একই অবস্থা। মিরপুরের এই পিচে আজ ঢাকার কোনো ব্যাটারই স্বাচ্ছন্দ্যে ব্যাট করতে পারেননি। ক্যাপ্টেন থিসারা পেরেরা চেষ্টা করেছেন রন্সফোর্ড বিটনকে নিয়ে চাপ কাটিয়ে ওঠার। তবে এই লড়াইও কাজে আসেনি। এদিন ঢাকার কেবল ৩ জন পৌঁছাতে পারেন দুই অংকের রানে। যার মধ্যে সর্বোচ্চ ১৫ রান করে শেষ ব্যাটার হিসেবে আউট হন পেরেরা। রন্সফোর্ড করতে পারেন ১০ রান। এছাড়া ওপেনার লিটন দাসের ব্যাট থেকে শুরুতে আসে ১০ রান। সহজ লক্ষ্য টপকাতে নেমে দুই ওপেনারের ব্যাটে দারুণ শুরু পায় ফরচুন বরিশাল। তবে তাওহীদ হৃদয়ের বিধ্বংসী মেজাজ বেশিক্ষণ দেখতে পারে মিরপুরের দর্শকেরা। ১৫ রানে থাকা হৃদয়কে ফিরিয়ে মুস্তাফিজুর রহমান ঢাকা ক্যাপিটালসকে এনে দেন গুরুত্বপূর্ণ ব্রেকথ্রু। এরপর তিনে নামা ডেভিড মালান সঙ্গী হন ওপেনার তামিম ইকবালের। জয়ের বন্দরে যেতে ৬.৩ ওভারের বেশি লাগেনি ফরচুন বরিশালের। ৪ বাউন্ডারিতে ১৪ বলে ২১ রান করে অপরাজিত থাকেন তামিম। ডেভিড মালান খেলেছেন ৩৭ রানের ক্যামিও ইনিংস। যা তিনি সাজান ৫ চার ও ২ ছক্কায়। অলরাউন্ড পারফর্ম্যান্স দেখিয়ে ৮১ বল আগেই ফরচুন বরিশাল পেল ৯ উইকেটের জয়।
সম্পাদক : হালিমা খাতুন, নির্বাহী সম্পাদক : মুন্সি মোঃ আল ইমরান। MAA 23 Multimedia Limited এর পক্ষে প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১, মুঠোফোন : ০১৮১৭-৫৩০৯৫২, ০১৯৭৯-৭৯৯১৪৬। ইমেইল : dailybartomandeshsangbad@gmail.com
© All rights reserved © Maa 23 Multimedia Limited