লোহাগড়া প্রতিনিধি : ফ্রেবরুয়ারী মাসে আ‘লীগের নেতা-কর্মীরা কর্মসুচি দিবে এ কথিত খবর বিভিন্ন যোগাযোগ মাধ্যমে প্রকাশ হলে এর প্রতিবাদে নড়াইলের লোহাগড়ায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা বিক্ষোভ মিছিল করেছে। গত ১ র্ফেরুযারী শনিবার সকালে লোহাগড়ার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা এক বিরাট বিক্ষোভ মিছিল নিয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে এক সমাবেশে আলোচনা করে।
সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ আহাদুজ্জামান বাটু,সাধারন সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম,জেলা দপ্তর সম্পাদক মোঃ টিপু সুলতান,পৌর বিএনপির সভাপতি মোঃ মিলু শরিফ,সাধারন সম্পাদক মসিয়ার রহমান সান্টু,সাংগঠনিক সম্পাদক এসএ সাইফুল্লাহ মামুন, পৌর বিএনপি নেতা মোঃ শাহিনুর রহমান বিপ্লব, উপজেলা সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ আলম, পৌর সাংগঠনিক সম্পাদক মোঃ জহির হোসেন, শ্রমিক দলের আহবায়ক আকতার হোসেন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক শফিকুজ্জামান তারিক,পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ নজরুল মোল্যা, মোঃ আজাদ রহমান, মোঃ লিটু মিয়া প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শত শত নেতা-কর্মী এ বিক্ষোভ মিছিলে যোগ দেন।