লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগঞ্জে সন্তানের বিরুদ্ধে মায়ের সম্পদ জ্বালিয়াতি করে লিখে নেয়ার অভিযোগ করেছে ৮৫ বছর বয়সি এক বৃদ্ধা। রামগঞ্জ উপজেলা শহরের ৮ নং করপাড়া ইউনিয়নের মধ্যকরপাড়া গ্রামের ওক্কিলার বাড়িতে এ ঘটনাটি ঘটে।
ভুক্তভোগী মা সাদিয়া খাতুন (৮৫) জানান আমার বড় ছেলে শাহ আলম আমার চোখের চিকিৎসা করানোর কথা বলে আমাকে চাঁদপুর নিয়ে যান। পরে অপারেশনের খরছের কথা বলে রেজিস্ট্রি অফিসে নিয়ে আমার স্বাক্ষর ও টিপসই নেন। আমি পড়ালেখা না জানায় এসব বিষয় বুজতে পারিনি। এখন সে আমার অন্য সন্তানদের চলাচলের রাস্তা বন্ধ করে সেখানে দেয়াল নির্মাণ করে রেখেছে।
এ বিষয়ে তাকে বাধা দিলে সে বলে এটা আমার সম্পদ। এখানে আমার ১১ডিসিম সম্পদ আছে। এর মদ্যে মাত্র ৬ ডিসিম আমার দখলে আছে। বাকিটা আমার ভাইদের দখলে। আমি সে সম্পদ উদ্ধার করতে আসলে তারা আমার উপর হামলা করে।
তার অপর ভাই শামছুল হুদা জানান, আমার বাসা থেকে বের হওয়ার জন্য ৪ পিট রাস্তা রাখা হয়েছে। কিন্তু আমার বড় ভাই এখন সে যায়গার উপর দেয়াল নির্মাণ করে আমাদের চলাচলের পথ বন্ধ করে দিয়েছে। দেয়াল নির্মাণ করার সময় আমার মা তাকে বাধা দিলে সে মাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। আমরা এ বিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছি।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার জানান, এ বিষয়ে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্তের জন্য অফিসার নিয়োগ করা হয়েছে। তদন্ত করে শীগ্রই এ বিষয়ের ব্যবস্থা গ্রহন করা হবে।
সম্পাদক : হালিমা খাতুন, নির্বাহী সম্পাদক : মুন্সি মোঃ আল ইমরান। MAA 23 Multimedia Limited এর পক্ষে প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১, মুঠোফোন : ০১৮১৭-৫৩০৯৫২, ০১৯৭৯-৭৯৯১৪৬। ইমেইল : dailybartomandeshsangbad@gmail.com
© All rights reserved © Maa 23 Multimedia Limited