শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০১:৪৭ পূর্বাহ্ন
জরুরী বিজ্ঞপ্তি
দৈনিক বর্তমান দেশ সংবাদ এ সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১,  মুঠোফোন :  ০১৮১৭-৫৩০৯৫২।

মূল্যস্ফীতি সহনীয় মাত্রায় আসতে আরও অন্তত তিন মাস লাগবে: অর্থ উপদেষ্টা

  • আপডেট এর সময় : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৭ বার পঠিত হয়েছে

অনলাইন ডেস্ক: যতটা ভ্যাট নির্ধারণ করা হয়েছে, ব্যবসায়ীরা কিছু কিছু ক্ষেত্রে তার চেয়ে বেশি বাড়িয়েছে। এ বিষয়ে কয়েকদিনের মধ্যেই তাদের সাথে বৈঠক হবে— এমন তথ্য জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে অর্থনৈতিক বিষয় ও সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির আলাদা সভা শেষে এসব বলেন তিনি। বলেন, বাজেটের সময়ও ভ্যাটের বিষয়ে দেখা হবে। মূল্যস্ফীতি কমানো এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

অর্থ উপদেষ্টা বলেন, মূল্যস্ফীতি সহনীয় মাত্রায় আসতে আরও অন্তত তিন মাস সময় লাগবে। অতি প্রয়োজনীয় পণ্যের সংকট হতে দেয়া হবে না, সরবরাহ নিশ্চিত করা হবে।

এ সময় তিনি বলেন, অর্থের সংকুলান করতে ভ্যাট একটু বাড়ানো হয়েছে। ব্যাংকগুলোতে টাকা নেই, স্পেশাল ফান্ড করে কাজ চালানো হচ্ছে। শ্রীলঙ্কা আর বাংলাদেশের পরিস্থিতি এক নয়, একদমই আলাদা বলেন অর্থ উপদেষ্টা ।

সংবাদটি আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ