ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : প্রকৃতির সান্নিধ্যে শিশু এ ভাবনা নিয়ে ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের আয়োজনে তিনদিন ব্যাপী ১০ম বার্ষিক আর্ট ক্যাম্প ২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর উলচাপাড়া গ্রামে মালেকা ছাহেব আলী উচ্চ বিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা মোঃ মিজানুর রহমান মিলনায়তনে আর্ট ক্যাম্পের উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর ভূইয়া। এসময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোঃ মাসুকুল ইসলাম মাসুক, সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নিয়াজ মোঃ খান বিটু। উদ্বোধনের পর শতশত আঁকিয়ে পুরো উলচাপাড়া গ্রামের পরিবেশে নদীর তীরে নিরিবিলি প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর মাছ, নৌকা, বাঁশ বন, জেলেপাড়া, মাছ শুকানে, গ্রামীণ মানুষের জীবন যাপন দেখা ও অবলোকন করার পর শিশুরা দল বেদে ছবি আঁকার জন্য দল বেদে বেরিয়ে পড়ে। তিনদিন ব্যাপী এই ক্যাম্পে পাঁচটি টিমে ভাগ করে ৩শতাধিক শিশু অংশ গ্রহণ করে।
https://youtu.be/F-rq0ZJl6nU
সম্পাদক : হালিমা খাতুন, নির্বাহী সম্পাদক : মুন্সি মোঃ আল ইমরান। MAA 23 Multimedia Limited এর পক্ষে প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১, মুঠোফোন : ০১৮১৭-৫৩০৯৫২, ০১৯৭৯-৭৯৯১৪৬। ইমেইল : dailybartomandeshsangbad@gmail.com
© All rights reserved © Maa 23 Multimedia Limited