খেলাধুলা ডেস্ক : নিউজিল্যান্ডের ফাস্ট বোলার লকি ফার্গুসন আগামী পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ নিয়ে শঙ্কায় রয়েছেন। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত আইএলটি-২০ টুর্নামেন্টে হ্যামস্ট্রিংয়ে চোট পান তিনি। গত বুধবার আইএলটি-২০ তে ডেজার্ট ভাইপার্সের অধিনায়ক হিসেবে মাঠে নামলেও, ফার্গুসন নিজের বোলিং কোটা শেষ করতে পারেননি। চোটের কারণে তিনি ইনিংসের শেষ ওভারটি করতে পারেননি এবং মাঠ ছেড়ে চলে যান। মোহাম্মদ আমির বাকি এক বলটি করে ওভার শেষ করেন। ফার্গুসনের দল ডেজার্ট ভাইপার্স সেদিন হেরে যায়, যখন দুবাই ক্যাপিটালস শেষ বলে চার মারায় তাদের জয় নিশ্চিত হয়। ফার্গুসন ম্যাচ শেষে বলেন, "হ্যামস্ট্রিংয়ে সমস্যা হয়েছে, এটা দুর্ভাগ্যজনক।
আমি শেষ বলটি করতে চেয়েছিলাম, কিন্তু করতে পারিনি।" পরবর্তীতে, ফার্গুসন স্ক্যান করানোর পর, নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টিড জানান যে চোটের ব্যাপারে বিস্তারিত রিপোর্ট পাওয়ার পরই সিদ্ধান্ত নেওয়া হবে, ফার্গুসন পাকিস্তানে যাবেন কিনা এবং তার জায়গায় চ্যাম্পিয়ন্স ট্রফি দলে অন্য কাউকে অন্তর্ভুক্ত করা হবে কিনা। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর দুই সপ্তাহের মধ্যে নিউজিল্যান্ড দলের জন্য এটি বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। ফার্গুসন দলের সবচেয়ে অভিজ্ঞ পেসার এবং তার অনুপস্থিতি দলের প্রস্তুতিতে প্রভাব ফেলতে পারে। তবে, আইএলটি-২০ তে ফার্গুসন এলিমিনেটর ম্যাচেও খেলেননি, সেখানেও স্যাম কারেন অধিনায়কত্ব করেছিলেন এবং ইনজুরির কারণে ফার্গুসনকে বিশ্রাম দেওয়া হয়েছিল।
নিউজিল্যান্ড আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে। তার আগে, গতকাল শনিবার থেকে শুরু হচ্ছে পাকিস্তান, নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে ত্রিদেশীয় সিরিজ। এখন পর্যন্ত, ফার্গুসনের চোটের অবস্থা সঠিকভাবে জানা না যাওয়ায়, তার অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।
সম্পাদক : হালিমা খাতুন, নির্বাহী সম্পাদক : মুন্সি মোঃ আল ইমরান। MAA 23 Multimedia Limited এর পক্ষে প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১, মুঠোফোন : ০১৮১৭-৫৩০৯৫২, ০১৯৭৯-৭৯৯১৪৬। ইমেইল : dailybartomandeshsangbad@gmail.com
© All rights reserved © Maa 23 Multimedia Limited