চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ জেলা শিবগঞ্জ উপজেলা শ্যামপুর বাজিতপুর গ্রামে কৃষক সবুর আলী ভুট্টা খেতে পাখি মারার জন্য পাকা কলায় বিষ মিশিয়ে জমিতে রাখে। একই গ্রামের মনিরুল ইসলাম এর নাতি জুনাইদ (৫), পিতা জুয়েল গ্রাম উমরপুর, এবং নাতনি মোসাঃ ইজা খাতুন (৭) মাতা রুনা খাতুন দায়পুকুরিয়া ইউনিয়ন মির্জাপুর গ্রাম, ৭ ফেব্রুয়ারি শুক্রবার সকাল আনুমানিক ১০:০০ ঘটিকার দিকে তাদের নানির সাথে জমিতে যায়। জমিতে গিয়ে পাকা কলা দেখতে পেয়ে কুড়িয়ে খেয়ে ফেলে। ঐদিন ১২:০০ টার সময় বুক জ্বালাপোড়া করলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় শিশুদের। অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিকেল হাসপাতালে পাঠানোর পরামর্শ
প্রদান করে। অসুস্থ শিশুর মামা কাউসার আলী বলেন, আমার ভাগিনা জুনায়েদ বর্তমানে মোটামুটি সুস্থ আছে এবং আমার ভাগ্নি ইজার এখনো জ্ঞান ফেরেনি।