বিনোদন ডেস্ক : বাংলাদেশের গুণী অভিনেতা আরিফিন শুভ অভিনীত সিনেমা ‘নীলচক্র’ এবার জায়গা করে নিয়েছে আন্তর্জাতিক পরিসরে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ৮ম গোল্ডেন স্টেট ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫-এ ‘নীলচক্র’ অফিসিয়ালি নির্বাচিত হয়েছে ‘ফরেন ল্যাঙ্গুয়েজ’ বিভাগে প্রদর্শনের জন্য। এই উৎসবটি চলবে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত লস অ্যাঞ্জেলসের বিখ্যাত চাইনিজ থিয়েটার-৬-এ।
উৎসবের আয়োজক জন গুর্শা এবং পিটার গ্রিন এই ফিল্ম ফেস্টিভ্যালে উদীয়মান স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের কাজ প্রদর্শনের সুযোগ করে দিয়ে থাকেন। বিশ্বের নানা দেশের তরুণ নির্মাতারা তাদের চলচ্চিত্র নিয়ে এই আসরে অংশ নেন।
‘নীলচক্র’ সিনেমার পরিচালক মিঠু খান এই সাফল্যকে বড় প্রাপ্তি হিসেবে দেখছেন। তিনি বলেন, ‘গোল্ডেন স্টেট ফিল্ম ফেস্টিভ্যালে অফিসিয়ালি নির্বাচিত হওয়া আমার জন্য অত্যন্ত আনন্দের। এটি আমাদের দেশের স্বাধীন চলচ্চিত্রের জন্যও একটি গুরুত্বপূর্ণ অর্জন।’
এর আগে ‘নীলচক্র’ এর আন্তর্জাতিক প্রিমিয়ার হয় আমেরিকান ফিল্ম মার্কেট-এ। লাস ভেগাসে অনুষ্ঠিত সেই প্রিমিয়ারে উপস্থিত ছিলেন সিনেমার প্রযোজক এনায়েত আকবর মিলন, আসিফ আকবর এবং আন্তর্জাতিক পরিবেশনার দায়িত্বে থাকা জে জে রজার্স।
সিনেমাটিতে আরিফিন শুভর পাশাপাশি অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী, ফজলুর রহমান বাবু, শিরীন আলম, খালেদা আক্তার কল্পনা, শাহেদ আলী, টাইগার রবি, মনির আহমেদ শাকিল, প্রিয়ন্তী ঊর্বী ও মাসুম রেজওয়ান। এই সিনেমার বিশেষ আকর্ষণ হলো, জনপ্রিয় সংগীতশিল্পী বালামের বড় পর্দায় অভিষেক।
বাংলাদেশের চলচ্চিত্রের জন্য এটি নিঃসন্দেহে একটি গর্বের বিষয়, যা দেশের সিনেমা জগতকে আরও আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত করে তুলবে।
সম্পাদক : হালিমা খাতুন, নির্বাহী সম্পাদক : মুন্সি মোঃ আল ইমরান। MAA 23 Multimedia Limited এর পক্ষে প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১, মুঠোফোন : ০১৮১৭-৫৩০৯৫২, ০১৯৭৯-৭৯৯১৪৬। ইমেইল : dailybartomandeshsangbad@gmail.com
© All rights reserved © Maa 23 Multimedia Limited