মাহফুজুল ইসলাম মন্নু : নড়াইলের লোহাগড়া উপজেলা পৌর শাখার অনিয়ম ও দুরনীতি ভাবে কমিটি করার প্রতিবাদে বিএনপির অংশ সংবাদ সম্মেলন ও প্রতিবাদ মিছিল করেছে।
রোববার (৯ ফেবরুয়ী )লোহাগড়া প্রেসক্লাবের হল রুমে এ সংবাদ সম্মেলন হয় । পরে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল হয় । সংবাদ সম্মেলনে বিএনপির লোহাগড়া কলেজের সাবেক জিএস মোঃ সাচ্চু মিয়ার সভাপতিত্বে ও তাইবুল হাসানের সঞ্চলনায় বক্তব্য রাখেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এসএ সাইফুল্লাহ মামুন,জেলা কৃষক দলের সদস্য সচিব এনামুল কবির চন্দন,পৌর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক মোঃ শাহিনুর রহমান বিপ্লব,উপজেলা সাবেক যুবদলের আহবায়ক মোঃ মাহমুদুর রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন,বিএনপি নতা মোঃ খোকন সরদার,গোলাম রসুল,মোঃ মিজানুর রহমান,মোঃ ইউসুব আলী প্রমুখ। বক্তারা বলেন,লোহাগড়া উপজেলা ও পৌর শাখার যে কমিটি করেছে সে কমিট সম্পুর্ন অনিয়ম ভাবে করা হয়েছে ।পরে সংবাদ সম্মেলনের সভাপতি মোঃ সাচ্চু মিয়া লিখিত বক্তব্য পাঠ করে বলেন, ওই কমিটি নেতারা টাকার বিনিময়ে আ,লীগের রাজনীতির সাথে জড়িত তাদেরও ওই কমিটিতে নিয়েছে। অথচ বিএনপির ত্যাগী ,নির্যাতিত ,নিপিড়িত,জেল- হাজত খাটা নেতাদের ওই কমিটি থেকে বাদ দিয়েছে। ওই কমিটি নিয়ম নীতি ভাবে না করলে আমরা মানিনা।
এমন কি উক্ত কমিটি সংশোধন না হওয়া পর্যন্ত আমরা প্রতিবাদ আন্দোলন চালিয়ে যাব।