শেরপুর প্রতিনিধি : শেরপুরে বহুল আলোকিত বাবর এন্ড কোম্পানির অর্থ আত্মসাতের মামলায় দুই সহোদরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত দুই ভাই হলেন, শেরপুরের 'বাবর অ্যান্ড কোম্পানি' প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কামরুজ্জামান সুজন এবং তাঁর ভাই পরিচালক কামরুল হাসান শাহীন। তাঁরা শেরপুর শহরের নারায়ণপুর এলাকার প্রয়াত ব্যবসায়ী আবুল হাসেমের ছেলে।
প্রতারণা করে অর্থ আত্মসাতের অভিযোগে আত্মগোপনে থাকা এই দুই ভাইয়ের বিরুদ্ধে ৯২ টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এর মধ্যে ৭০ মামলায় বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত হয়েছেন। আজ রোববার (১০ ফেব্রুয়ারি) ভোরে রাজধানী ঢাকার রাজউক উত্তরা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শেরপুরে ব্যাংকসহ স্থানীয় ৭ শতাধিক পাওনাদারের কাছে প্রায় ১০০ কোটি টাকা ঋণ রেখে দীর্ঘদিন যাবৎ পলাতক ছিলেন তারা। ফলে পাওনাদারেরা অর্থ আত্মসাতের অভিযোগে সুজনের বিরুদ্ধে ৮৮টি এবং শাহীনের নামে ৪টি মামলা দায়ের করেন। এর মধ্যে সুজন ৭০টি মামলায় বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত হয়েছেন। আরও ১৮টি মামলায় তাঁর নামে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
জানা যায়, শেরপুরে প্রয়াত আবুল হাসেমের মালিকানাধীন মোট ৩৬ একর জমিতে দুটি অটো ব্রিকফিল্ড, ফিলিং স্টেশন, অটো রাইস মিল, পোলট্রি ফার্মসহ আরও একাধিক প্রতিষ্ঠান রয়েছে। এছাড়াও জেলা সদর হাসপাতাল রোডে তিনতলা বাড়ি সহ প্রায় দেড় একর জমি থাকা সত্ত্বেও তারা পাওনা পরিশোধ করছেন না।
এ উপলক্ষ্যে আজ বিকেলে শেরপুর সদর থানা প্রাঙ্গণে সদর থানার অফিসার ইনচার্জ মো. জুবায়দুল আলমের সভাপতিত্বে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আব্দুল করিমসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক : হালিমা খাতুন, নির্বাহী সম্পাদক : মুন্সি মোঃ আল ইমরান। MAA 23 Multimedia Limited এর পক্ষে প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১, মুঠোফোন : ০১৮১৭-৫৩০৯৫২, ০১৯৭৯-৭৯৯১৪৬। ইমেইল : dailybartomandeshsangbad@gmail.com
© All rights reserved © Maa 23 Multimedia Limited