অনলাইন ডেস্ক: আগামী ৪ এপ্রিল থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হতে যাওয়া বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোট বিমসটেকের শীর্ষ সম্মেলনে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক হবে কি না, তা এখনও নিশ্চিত নয়। বিমসটেকের মহাসচিব ইন্দ্র মনি পান্ডে মঙ্গলবার (১১ জানুয়ারি) রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন।
ইন্দ্র মনি পান্ডে জানান, বিমসটেক শীর্ষ সম্মেলনে ড. ইউনূস ও নরেন্দ্র মোদি উভয়েই অংশ নেবেন এবং তাদের মধ্যে সাক্ষাৎ হবে। তবে আনুষ্ঠানিক বৈঠক আয়োজন করা হবে কি না, তা নির্ভর করছে দুই দেশের পরস্পর আগ্রহের ওপর। তিনি আরও উল্লেখ করেন যে বিমসটেক মূলত দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম এশিয়ার দেশগুলোর মধ্যে বাণিজ্য, যোগাযোগ ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে কাজ করে এবং এটি কোনোভাবেই চীন বা পাকিস্তানের বিরুদ্ধে কোনো প্ল্যাটফর্ম নয়।
এদিকে, বাংলাদেশ আগামী বিমসটেক সম্মেলনে সভাপতি দেশ হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছে। থাইল্যান্ড ২০২২ সালের ৩০ মার্চ শ্রীলঙ্কার কাছ থেকে বিমসটেকের চেয়ারম্যানশিপ গ্রহণ করেছিল। বিমসটেকের সদস্য দেশগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ, ভুটান, ভারত, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড।
এর আগে গত বছর সেপ্টেম্বরে বিমসটেক সম্মেলন হওয়ার কথা থাকলেও থাইল্যান্ডের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতার কারণে তা স্থগিত হয়ে যায়। এবারের সম্মেলনকে ঘিরে বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের সম্ভাবনা তৈরি হয়েছে।
সম্পাদক : হালিমা খাতুন, নির্বাহী সম্পাদক : মুন্সি মোঃ আল ইমরান। MAA 23 Multimedia Limited এর পক্ষে প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১, মুঠোফোন : ০১৮১৭-৫৩০৯৫২, ০১৯৭৯-৭৯৯১৪৬। ইমেইল : dailybartomandeshsangbad@gmail.com
© All rights reserved © Maa 23 Multimedia Limited