দিনাজপুর থেকে : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে ধানের চারা রোপনের বিষয়ে আলোচনা ও আনুষ্ঠানিক ভাবে ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে চারা রোপন উদ্বোধন করা হয়েছে।
গত (১১ ফেব্রুয়ারী) মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলার পুটকিয়া মোড়ের ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে ধানের চারা রোপনের বিষয়ে আলোচনায় সভায় উপজেলা কৃষি কর্মকর্তা মোাছাঃ রুম্মান আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মীর মো. আল কামাহ তমাল। এসময় উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মোঃ সাহানুর রহমান,কৃষি সম্প্রসারণ অফিসার সঞ্চিতা রায়,উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোছাঃ সহিরন পারভিনসহ স্থানীয় কৃষকগন উপস্থিত ছিলেন। পরে আনুষ্ঠানিক ভাবে ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে বোরো ধানের চারা রোপন উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মীর মো. আল কামাহ তমাল।
উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ রুম্মান আক্তার জানান, ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে চারা রোপন করতে প্রতি একরে ১২ কেজি ধানের বীজ লাগে । ২০২৪-২০২৫ অর্থবছরে রবি মৌসুমে বোরো ধান (উফশী) সমলয় বøক প্রদর্শনীর রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে এই এলাকার ৫০ জন কৃষক ৫০ একর জমিতে চারা রোপন করবেন।
সম্পাদক : হালিমা খাতুন, নির্বাহী সম্পাদক : মুন্সি মোঃ আল ইমরান। MAA 23 Multimedia Limited এর পক্ষে প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১, মুঠোফোন : ০১৮১৭-৫৩০৯৫২, ০১৯৭৯-৭৯৯১৪৬। ইমেইল : dailybartomandeshsangbad@gmail.com
© All rights reserved © Maa 23 Multimedia Limited