অনলাইন ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের পরিপ্রেক্ষিতে গুগল তাদের ম্যাপস প্ল্যাটফর্মে মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে ‘আমেরিকা উপসাগর’ করেছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) এই পরিবর্তন কার্যকর করা হয়। সান ফ্রান্সিসকো থেকে বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানিয়েছে।
গুগল এক ব্লগ পোস্টে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে গুগল ম্যাপস ব্যবহারকারীরা এখন ‘আমেরিকা উপসাগর’ দেখতে পাবেন। মেক্সিকোর ব্যবহারকারীরা আগের নাম ‘মেক্সিকো উপসাগর’ দেখবেন এবং যুক্তরাষ্ট্রের বাইরের ব্যবহারকারীরা উভয় নামই দেখতে পাবেন। গুগল বলেছে, এই পরিবর্তনটি মার্কিন সরকারের ভৌগোলিক নামকরণের নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ।
ক্ষমতা গ্রহণের পর প্রেসিডেন্ট ট্রাম্প শুধুমাত্র মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তনই করেননি, বরং আলাস্কার সর্বোচ্চ শৃঙ্গ ডেনালির নাম পরিবর্তন করে পুনরায় ‘মাউন্ট ম্যাককিনলি’ করারও নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। উল্লেখ্য, ২০১৫ সালে তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা ডেনালি নামটি আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেন, যা আলাস্কার আদিবাসীরা শতাব্দী ধরে ব্যবহার করে আসছিলেন।
নাম পরিবর্তনের এই সিদ্ধান্তের ফলে ট্রাম্প প্রশাসন আলাস্কার আদিবাসী গোষ্ঠীগুলোর সমালোচনার মুখে পড়েছে, যারা ডেনালি নামটি বজায় রাখার পক্ষে ছিলেন। গুগলের এই পদক্ষেপ আন্তর্জাতিক পর্যায়েও বিতর্ক সৃষ্টি করেছে, কারণ ভৌগোলিক নামকরণের এমন পরিবর্তন ঐতিহাসিক ও সাংস্কৃতিক প্রসঙ্গগুলোকে উপেক্ষা করার অভিযোগ তুলছে।
সম্পাদক : হালিমা খাতুন, নির্বাহী সম্পাদক : মুন্সি মোঃ আল ইমরান। MAA 23 Multimedia Limited এর পক্ষে প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১, মুঠোফোন : ০১৮১৭-৫৩০৯৫২, ০১৯৭৯-৭৯৯১৪৬। ইমেইল : dailybartomandeshsangbad@gmail.com
© All rights reserved © Maa 23 Multimedia Limited