মোঃ নমশের আলম : শেরপুরের নালিতাবাড়ী, এবং ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউরার সীমান্তবর্তী এলাকায় বিজিবির অভিযানে এক কোটি ২৬ লাখ ৭১ হাজার তিনশ’ টাকা মূল্যের ভারতীয় জিরা চিনি ও ফেনসিডিল আটক করেছে বিজিবি।
গত দুই দিনে ১০ ও ১১ ফেব্রুয়ারী পৃথক পৃথক অভিযান পরিচালনা করে করে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর আওতাধীন শেরপুরের নালিতাবাড়ী রামচন্দ্রকুড়া, ময়মনসিংহের হালুয়াঘাটের আইলাতলী, বান্দরকাটা, ধোবাউরার ঘোষগাঁও বিওপি’র বিজিবি টহল দল বিপুল পরিমাণ এসব ভারতীয় জিরা, চিনি, ফেনসিডিল আটক করে।
১১ ফেব্রুয়ারী মঙ্গলবার গভীর রাতে বিজিবি অধিনায়কের নেতৃত্বে আইলাতলীর বিওপি রাংরাপাড়া সীমান্ত এলাকা থেকে একটি কার্ভাডভ্যান ভর্তি ৩৮৪০ কেজি ভারতীয় জিরা, ১০ ফেব্রুয়ারী বান্দরকাটার বেলতলী থেকে ২টি সাইকেল ও ১৮০ কেজি চিনি, ঘোষগাঁও চন্দ্রকোনা থেকে ৯০ কেজি চিনি এবং রামচন্দ্রকুড়ার পানিহাটা থেকে ২২ বোতল ফেনসিডিল আটক করে।
চোরাকারবারীগণ অভিনব পন্থায় এসব ভারতীয় জিরা, চিনি ও ফেনসিডিল পাচারের চেষ্টা করছিল। এ সময় এই চারটি বিওপি’র বিজিবি’র টহল দল পৃথক পৃথক অভিযান পরিচালনা করে এসব জিরা, চিনি, ফেনসিডিল আটক করতে সক্ষম হয়। আটককৃত এসব ভারতীয় মালামালের আনুমানিক মূল্য এক কোটি ২৬ লাখ ৭১ হাজার তিনশ’ টাকা।অভিযানের সময় চোরাকারবারীগণ দৌড়ে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।
আজ মঙ্গলবার সকালে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মাদ সানবীর হাসান মজুমদার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন। আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং সীমান্তবর্তী যে কোনো প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে ময়মনসিংহ ৩৯ বিজিবি সদস্যরা ২৪ ঘন্টা দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।