অনলাইন ডেস্ক : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের আয়োজনে ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইলেকট্রিক্যাল, কম্পিউটার এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং’ শীর্ষক তিনদিনের আন্তর্জাতিক কনফারেন্স শুরু হয়েছে।
দেশের ও দেশের বাইরের বিভিন্ন আলোচক ও অংশগ্রহণকারীরা কনফারেন্সে অংশ নিচ্ছেন।
আজ বৃহস্পতিবার থেকে ১৫ ফেব্রুয়ারি শনিবার পর্যন্ত চুয়েটে এই কনফারেন্স চলবে বলে জানান চুয়েটের অধ্যাপক ও কনফারেন্স সেক্রেটারি ড. নিপু কুমার দাশ।
চুয়েটের সিন্ডিকেট কক্ষে অনুষ্ঠিত ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আজাদ হোসেন এবং কনফারেন্স টেকনিক্যাল সেক্রেটারি ও ইটিই বিভাগের অধ্যাপক ড. মো. জাহেদুল ইসলাম।
সম্পাদক : হালিমা খাতুন, নির্বাহী সম্পাদক : মুন্সি মোঃ আল ইমরান। MAA 23 Multimedia Limited এর পক্ষে প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১, মুঠোফোন : ০১৮১৭-৫৩০৯৫২, ০১৯৭৯-৭৯৯১৪৬। ইমেইল : dailybartomandeshsangbad@gmail.com
© All rights reserved © Maa 23 Multimedia Limited