শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০৪:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফাঁস হলো তামান্নার নতুন আইটেম গানের শুটিং ভিডিও ফেনীতে নকল সরবরাহের দায়ে শিক্ষকের দুই বছর কারাদণ্ড। আরও উন্নত হলো গুগল জেমিনি ২.৫ পরীক্ষায় ভালো ফলাফল করতে যেসব দোয়া পড়বেন এবার মার্কিন পণ্যেই ১২৫ শতাংশ শুল্ক আরোপ করল চীন ফেনীতে কলেজ ছাত্রীর অশ্লীল ভিডিও প্রচার জুলাই আন্দোলনের নেত্রী মাহবুবা তাবাচ্ছুম ইমা গ্রেপ্তার। ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ প্রতিবাদ ও সংহতি র‍্যালি। রাজধানীতে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদ, রাষ্ট্রীয়ভাবে পণ্য নিষিদ্ধের দাবি ধর্ষণ মামলার আসামী আব্দুল কাদের (৫০) রাজবাড়ীর ধাওয়াপাড়ায় র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার। শরণখোলায় বিএনপি’র পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন
জরুরী বিজ্ঞপ্তি
দৈনিক বর্তমান দেশ সংবাদ এ সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১,  মুঠোফোন :  ০১৮১৭-৫৩০৯৫২।

বাণিজ্যিক ফুল চাষের জনক শের আলী না ফেরার দেশে চলে গেলেন

  • আপডেট এর সময় : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৩ বার পঠিত হয়েছে

আনোয়ার হোসেন : যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী পানিসারা গ্রামেরঃ  না ফেরার দেশে চলে গেলেন দেশে বাণিজ্যিক ভাবে ফুল চাষের জনক শের আলী সরদার।গতকাল বুধবার ভোররাতে  নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে এই ফুল প্রেমীর বয়স ছিল ৭০ বছর । মৃত্যুকালে স্ত্রী ২পুত্র ৩কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকে  ছায়া নেমে এসেছে। জোহর নামাজবাদ নিজ বাড়িতে প্রথম ও আসরবাদ হাড়িয়া ফুল মোড়ে দ্বিতীয় জানাজা শেষে তার নিজস্ব অর্থায়নে তৈরী মসজিদের পাশে দাফন করা হয়েছে।

১৯৮২ সালে প্রথম তার হাত ধরে গদখালী-পানিসরায় ফুল চাষ শুরু হয়। আর সেই গদখালী আজ ফুলের রাজধানী হিসেবে খ্যাতি লাভ করেছে।

শের আলী সরদার মাত্র এক ৩০ সতক  জমিতে ফুলের চাষ দিয়ে শুরু করেন ফুল চাষের যাত্রা। এবং বর্তমানে  কয়েক হাজার বিঘা ফুলের চাষ হয় এই গদখালীতে। মূলত তার হাত ধরেই যশোরের ঝিকরগাছার পানিসারা ফুলের রাজ্য হিসাবে গড়ে উঠতে শুরু করেছেন।

তার মৃত্যুতে শোক বার্তা দিয়েছেন যশোর জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম। বিবৃতিতে তিনি বলেন, জনাব মোঃ শের আলী সর্দার ঝিকরগাছা উপজলোর পানিসারা গ্রামের স্থায়ী বাসন্দিা ছিলেন। একজন উদ্যোক্তা, পরশ্রিমী, নিষ্ঠাবান  এবং সফল ফুলচাষী হিসেবে এলাকায় সমাদৃত ছিলেন । তিনি যশোর জেলায় উন্নত প্রজাতির গোলাপ, গ্লাডওিলাস ও জারবেরাসহ নানা প্রজাতির ফুলের চাষ শুরু করে স্থানীয় চাষিদের ফুল চাষে উদ্বুদ্ধ করেন এবং গদখালীকে দেশের অন্যতম পর্যটন কেন্দ্রে রূপান্তরে অনবদ্য ভূমিকা পালন করেছেন। যশোর জেলা প্রশাসনরে পক্ষ থেকে  তার বিদেহী  আত্মার মাগফরিাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন জানায়।

সংবাদটি আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ