আনোয়ার হোসেন : যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী পানিসারা গ্রামেরঃ না ফেরার দেশে চলে গেলেন দেশে বাণিজ্যিক ভাবে ফুল চাষের জনক শের আলী সরদার।গতকাল বুধবার ভোররাতে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে এই ফুল প্রেমীর বয়স ছিল ৭০ বছর । মৃত্যুকালে স্ত্রী ২পুত্র ৩কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকে ছায়া নেমে এসেছে। জোহর নামাজবাদ নিজ বাড়িতে প্রথম ও আসরবাদ হাড়িয়া ফুল মোড়ে দ্বিতীয় জানাজা শেষে তার নিজস্ব অর্থায়নে তৈরী মসজিদের পাশে দাফন করা হয়েছে।
১৯৮২ সালে প্রথম তার হাত ধরে গদখালী-পানিসরায় ফুল চাষ শুরু হয়। আর সেই গদখালী আজ ফুলের রাজধানী হিসেবে খ্যাতি লাভ করেছে।
শের আলী সরদার মাত্র এক ৩০ সতক জমিতে ফুলের চাষ দিয়ে শুরু করেন ফুল চাষের যাত্রা। এবং বর্তমানে কয়েক হাজার বিঘা ফুলের চাষ হয় এই গদখালীতে। মূলত তার হাত ধরেই যশোরের ঝিকরগাছার পানিসারা ফুলের রাজ্য হিসাবে গড়ে উঠতে শুরু করেছেন।
তার মৃত্যুতে শোক বার্তা দিয়েছেন যশোর জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম। বিবৃতিতে তিনি বলেন, জনাব মোঃ শের আলী সর্দার ঝিকরগাছা উপজলোর পানিসারা গ্রামের স্থায়ী বাসন্দিা ছিলেন। একজন উদ্যোক্তা, পরশ্রিমী, নিষ্ঠাবান এবং সফল ফুলচাষী হিসেবে এলাকায় সমাদৃত ছিলেন । তিনি যশোর জেলায় উন্নত প্রজাতির গোলাপ, গ্লাডওিলাস ও জারবেরাসহ নানা প্রজাতির ফুলের চাষ শুরু করে স্থানীয় চাষিদের ফুল চাষে উদ্বুদ্ধ করেন এবং গদখালীকে দেশের অন্যতম পর্যটন কেন্দ্রে রূপান্তরে অনবদ্য ভূমিকা পালন করেছেন। যশোর জেলা প্রশাসনরে পক্ষ থেকে তার বিদেহী আত্মার মাগফরিাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন জানায়।