মোঃ নমশের আলম: গাজীপুরে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় সদস্য আবুল কাশেমের মৃত্যুর ঘটনায় দায়ীদের বিচার এবং আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে শেরপুরে কফিন মিছিল করেছে ছাত্র-জনতা।
১২ ফেব্রুয়ারি বুধবার রাত ৯টার দিকে শহরের রঘুনাথ বাজার থানা মোড় থেকে কফিন মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। মিছিল শেষে থানা মোড়ে এসে এক পথসভা অনুষ্ঠিত হয়। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটির সভাপতি মামুনুর রহমান সহ অন্যান্য সমন্বয়ক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এতে বক্তাগণ আওয়ামী লীগ নিষিদ্ধসহ জুলাই গণহত্যার জন্য দলটির দায়িত্বশীলদের বিচারের দাবি জানান। সেইসাথে জুলাই বিপ্লবে শেরপুর জেলার শহীদদের হত্যা মামলার আসামীরা এখনও গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে তাদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবী জানানো হয়।
সম্পাদক : হালিমা খাতুন, নির্বাহী সম্পাদক : মুন্সি মোঃ আল ইমরান। MAA 23 Multimedia Limited এর পক্ষে প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১, মুঠোফোন : ০১৮১৭-৫৩০৯৫২, ০১৯৭৯-৭৯৯১৪৬। ইমেইল : dailybartomandeshsangbad@gmail.com
© All rights reserved © Maa 23 Multimedia Limited