তথ্য প্রযুক্তি ডেস্ক : ফোন চুরি, এ শব্দ দুটি আমাদের কাছে খুবই পরিচিত। প্রতিদিন নগরের কোনো না কোনো স্থানে ফোন ছিনতাই বা চুরির ঘটনা ঘটে। এই ফোন চুরির ঘটনাকে কেন্দ্র করে আমাদের ভোগান্তি পোহাতে হয়। অনেকে অবহেলা স্বরূপ ফোনের গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টের পাসওয়ার্ড মনে রাখতে পারেন না বা ভুলে যান। যার ফলে ব্যক্তিগত তথ্যাদি অপরিচিত লোকের কাছে চলে যায় সহজেই। এসব বহুমুখী সমস্যা সমাধানে দুইটি অপশন চালু করলেই মুক্তি পেতে পারেন। অপশন কীভাবে চালু করে দেখে নেওয়া যাক-
>> প্রথমে আপনার ফোনের সেটিংসে যান।
>> এরপর একটু নিচের দিকে স্ক্রোল করে গুগল পাবনে, ক্লিক করলে নতুন একটি পেজ আসবে।
>> তারপর গুগলের ‘অল সার্ভিসেস’ অপশনে যান।
>> এবার পাবেন ‘পার্সনাল অ্যান্ড ডিভাইস সেফটি’ তে ক্লিক করলে পাবেন ‘থিফট প্রটেকশন’, ক্লিক করুন।
>> এবার ‘থিফট ডিটেকশন লক’ এবং ‘অফলাইন ডিভাইস লক’ অপশন দুটি চালু করবেন।
যদি ‘থিফট ডিটেকশন লক’ ফিচারটি বুঝতে পারে যে আপনার ডিভাইসটি আপনাকে থেকে নেওয়া হয়েছে। তাহলে এটি স্বয়ংক্রিয়ভাবে স্ক্রিন লক করে দেবে। যাতে কেউ আপনার ব্যক্তিগত ডেটা অ্যাক্সেস করতে না পারে। এই ফিচারটি আপনার ডিভাইসের সেন্সর মোশন এবং এর ওয়াইফাই ও ব্লুটুথ সংযোগ ব্যবহার করে বোঝার চেষ্টা করে যদি কেউ হঠাৎ করে আপনার ফোনটি ছিনিয়ে নিয়ে দৌড়ে যায়। ‘অফলাইন ডিভাইস লক’ ফিচারের কাজ হলো আপনার ডিভাইস অফলাইনে যাওয়ার কিছুক্ষণ পরেই স্ক্রিন স্বয়ংক্রিয়ভাবে লক হয়ে যাবে। যাতে আপনার ডাটা সুরক্ষিত থাকে। ধরুন, যদি কেউ আপনার ডিভাইস চুরি করে এবং লোকেশন ট্র্যাকিং বন্ধ করতে ইন্টারনেট বন্ধ করে দেয়, তাহলে ডিভাইসটি লক হয়ে যাবে।
সম্পাদক : হালিমা খাতুন, নির্বাহী সম্পাদক : মুন্সি মোঃ আল ইমরান। MAA 23 Multimedia Limited এর পক্ষে প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১, মুঠোফোন : ০১৮১৭-৫৩০৯৫২, ০১৯৭৯-৭৯৯১৪৬। ইমেইল : dailybartomandeshsangbad@gmail.com
© All rights reserved © Maa 23 Multimedia Limited