রবিবার, ২২ জুন ২০২৫, ০২:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
অবকাশ শেষে রোববার থেকে নিয়মিত বিচারিক কার্যক্রম ফিরছে সুপ্রিম কোর্ট হলি আর্টিজান হামলা : মৃত্যুদণ্ড থেকে সাত আসামির আমৃত্যু কারাদণ্ডের যুক্তি পূর্ণাঙ্গ রায়ে স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। সাংবাদিক পরিচয়ে এলাকাবাসীর ওপর অত্যাচার, মুক্তা ও মিলনের শাস্তি দাবি ছাত্রদলের সদস্য সচিব আটক হওয়ায় পিতার সংবাদ সম্মেলন ওমান উপসাগরে দুটি তেল ট্যাঙ্কারের মধ্যে সংঘর্ষে ঢাকায় অস্ট্রেলিয়ার ভিসা কার্যক্রম পুনরায় শুরু করায় কৃতজ্ঞতা জানালেন প্রধান উপদেষ্টা শান্ত ও মুশফিকুর জোড়া হাফ-সেঞ্চুর ৩০ হাজার মেট্রিক টন সার ক্রয়ের অনুমোদন করেছে সরকার সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে আদালত।
জরুরী বিজ্ঞপ্তি
দৈনিক বর্তমান দেশ সংবাদ এ সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১,  মুঠোফোন :  ০১৮১৭-৫৩০৯৫২।

প্রবাসী সৈকত হত্যা মামলার আসামী মিন্টুকে গ্রেফতার করেছে র‌্যাব-১০

  • আপডেট এর সময় : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৫ বার পঠিত হয়েছে

ডেস্ক রিপোর্ট : মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান এলাকায় প্রবাসী সৈকত হত্যা মামলার এজাহারনামীয় আসামী  মিন্টু (৩৮)’কে ঝিনাইদহ জেলার কালিগঞ্জ এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব। উল্লেখ্য মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানা এলাকায় বসবাসকারী মোঃ জহিরুল হক (৩৮) এর সাথে একই এলাকার বসবাসকারী তার প্রতিবেশী লোকমান খান স্বপন এর সাথে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে পূর্ব হতে দ্ব›দ্ব চলে আসছিল। গত ০৪/০১/২০২৫ তারিখ জহিরুল হকের ছোট ভাই সৈকত এক মাসের ছুটি কাটাতে সৌদি আরব থেকে বাড়ি আসে। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে শত্রæতার জের ধরে গত ১৫/০১/২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ১৮.০০ ঘটিকায় আসামী  মিন্টুসহ তাদের সঙ্গীয় ৪/৫ জন আসামী মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানাধীন খালপাড় এলাকায় পাকা ব্রিজের উপর ভিকটিম সৈকতকে একা পেয়ে ধারালো চাপাতি,চাইনিজ কুড়াল,লোহার রড, হকিস্টিক ও কোদালের বাট দিয়ে এলোপাথাড়ি আক্রমন করে। আসামীদের মারাত্বক আঘাতে ভিকটিম সৈকত গুরুতর জখমপ্রাপ্ত হয়। পরবর্তীতে আহত সৈকতের ডাক চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে লোকমানসহ সকল আসামীরা ভয়ভীতি ও হুমকি প্রদান করে ঘটনাস্থল ত্যাগ করে। এরপর স্থানীয় লোকজন ভিকটিমকে উদ্ধার করে পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। গত ২৭/০১/২০২৫ তারিখ বিকাল ১৭.০০ ঘটিকায় উক্ত হাসপাতালে নিউরো আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় ভিকটিম সৈকত মৃত্যুবরণ করে। উক্ত ঘটনায় মৃত সৈকতের বড় ভাই মোঃ জহিরুল হক বাদী হয়ে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানায় লোকমানসহ এই হত্যাকান্ডে জড়িত ০৫ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-২৫, তারিখ-২৬/০১/২০২৫ খ্রিঃ ধারা- ১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৫০৬(২) (সংযোজন ৩০২) পেনাল কোড। নৃশংস এই হত্যাকান্ডটি ইতোমধ্যে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় গুরুত্বসহকারে প্রকাশ করায় সারাদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। চাঞ্চল্যকর এই হত্যাকান্ডের বিষয়টি জানতে পেরে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল প্রবাসী সৈকত হত্যাকান্ডে জড়িত আসামীদেরকে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় এবং র‌্যাব-০৬ এর সহযোগিতায় একাধিক অভিযান পরিচালনা করে গতকাল ১৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ দুপুর আনুমানিক ১৫:৩০ ঘটিকায় ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানাধীন রেলওয়ে স্টেশন এলাকা থেকে উল্লেখিত হত্যা মামলার এজাহারনামীয় ০২নং আসামী মো: মিন্টু (৩৮), পিতা-মৃত হেলাল উদ্দিন, সাং- খালপাড়, থানা- সিরাজদিখান, জেলা- মুন্সিগঞ্জ’কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।

সংবাদটি আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ