আল মামুন : গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ঐতিহ্যবাহী গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া (জিটি) সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকট প্রকট হয়ে উঠেছে। বর্তমানে বিদ্যালয়টি মাত্র ৯ জন শিক্ষক নিয়ে কোনোমতে চলছে, যার ফলে শিক্ষার্থীদের পাঠদান ব্যবস্থা ব্যাহত হচ্ছে। শিক্ষক সংকটের কারণে বিদ্যালয়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের পাঠদান করা সম্ভব হচ্ছেনা।
জানা গেছে, বিদ্যালয়ে প্রধান শিক্ষকসহ গণিত, জীববিজ্ঞান, ভূগোল, ইসলাম শিক্ষা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের শিক্ষক নেই। এছাড়াও দপ্তরি, নাইট গার্ড, অফিস সহকারী, ল্যাব সহকারী এবং কম্পিউটার শিক্ষকের অভাব রয়েছে। এই সংকটের কারণে শিক্ষার্থীদের পড়াশোনায় বিঘ্ন সৃষ্টি হচ্ছে এবং তারা যথাযথভাবে শিক্ষা পাচ্ছে না।
গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা জানান, এভাবে শিক্ষকদের সংকটের মধ্যে পাঠদান চালানো তাদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তারা জানান, ছাত্র-ছাত্রীরা বিভিন্ন বিষয়ের উপর যথাযথ শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। যদি শিক্ষক সংকট দ্রুত সমাধান না করা হয়, তবে বিদ্যালয়ের শিক্ষার মান আরও হ্রাস পাবে এবং ভবিষ্যতে শিক্ষার্থীদের ফলাফলও নেতিবাচক হতে পারে।এদিকে, বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষকও বিষয়টি গুরুত্ব সহকারে তুলে ধরে বলেন, যত দ্রুত সম্ভব নতুন শিক্ষক নিয়োগ দিতে হবে, নাহলে শিক্ষার কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনা করা সম্ভব হবে না।
সম্পাদক : হালিমা খাতুন, নির্বাহী সম্পাদক : মুন্সি মোঃ আল ইমরান। MAA 23 Multimedia Limited এর পক্ষে প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১, মুঠোফোন : ০১৮১৭-৫৩০৯৫২, ০১৯৭৯-৭৯৯১৪৬। ইমেইল : dailybartomandeshsangbad@gmail.com
© All rights reserved © Maa 23 Multimedia Limited