কাজল খান : বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন মেনে নেয়া হবে না। কেউ বলছে সংস্কার, আবার কেউ বলছে স্থানীয় নির্বাচন। আমরা বলছি জাতীয় নির্বাচনের আগে কোন নির্বাচন হতে দেব না। কারণ জাতীয় নির্বাচন হলে জনগণ আস্থা ফিরে পাবে।
সোমবার (১৭ ফেব্রুয়ারী) সন্ধ্যায় মাদারীপুর শহরের শকুনী লেকেরপাড় স্বাধীনতা অঙ্গনে জেলা বিএনপি আয়োজিত নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখতে, অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন গণদাবীতে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মাদারীপুর জেলা বিএনপির আহবায়ক জাফর আলী মিয়ার সভাপত্বিতে ও সদস্যসচিব জাহান্দার আলী জাহান এর সঞ্চালনায় আয়োজিত জনসভায় তিনি আরও বলেন, কয়েকদিন আগে আয়না ঘর পরিদর্শনে গিয়েছিলেন প্রধান উপদেষ্টা। সেখানে কি অবস্থা তা স্বচক্ষে দেখেছেন। শুনেছেন নির্যাতনের বর্ণনা। নির্যাতিতদের একজন ফিরে এসে বলেছেন, তিনি বেঁচে থেকেও মরে গেছেন। অনেকেই সেখান থেকে এখনো ফিরে আসেনি। এই নির্যাতনের বিচার হতে হবে।
তিনি আরো বলেন গুম খুনের জন্য জন্য দায়ী শেখ হাসিনা এবং তার দলবল দায়ী। তাদের বিচার হতে হবে। বিএনপি আওয়ামী লীগের কোনো দোসরদের জায়গা দিবে না।
এ সময় তিনি বলেন, দ্রব্যমূল্যের উর্ধগতিতে আজ মানুষের নাভিশ্বাস। তারেক রহমান নির্দেশ দিয়েছেন দ্রব্যমূল্যের সিন্ডিকেট ভাঙতে ছাত্রদল, যুবদলকে কাজ করতে হবে। জনগণের কাছে যেতে হবে। আওয়ামী লীগ যাতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ ১৫ বছর আপনাদের জন্য কারাগারে জীবন কাটিয়েছেন। তাকে মৃত্যুর সঙ্গে লড়াই করতে হয়েছে এবং এখনও মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। সেলিমা রহমান বলেন, মিথ্যা মামলা দিয়ে তারেক রহমানকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল। গত ১৬ বছর একটানা নির্মম অত্যাচার ও নির্যাতন করেছে শেখ হাসিনা এবং তার দলবল। বহু মানুষকে হত্যা করেছে। এই খুনিদের বিচার হতে হবে। সবাইকে সজাগ থাকতে হবে, আওয়ামী লীগের কোন দোসর যেন বিএনপিতে জায়গা না পায়। কেউ আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সে ব্যাপারে খেয়াল রাখতে হবে। আর বাজার সিন্ডিকেট বন্ধ করতে হবে।
জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহ-সাংগঠনিক সম্পাদক খোন্দকার মাশুকুর রহমান ও সহ শিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান, সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন, সদস্য কাজী হুমায়ুন কবির সহ স্থানীয় বিএনপি এবং ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
সম্পাদক : হালিমা খাতুন, নির্বাহী সম্পাদক : মুন্সি মোঃ আল ইমরান। MAA 23 Multimedia Limited এর পক্ষে প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১, মুঠোফোন : ০১৮১৭-৫৩০৯৫২, ০১৯৭৯-৭৯৯১৪৬। ইমেইল : dailybartomandeshsangbad@gmail.com
© All rights reserved © Maa 23 Multimedia Limited