পটুয়াখালী প্রতিনিধি : হাতকড়া পরিয়ে মায়ের জানাজা শেষে দাফন সম্পন্ন করেন পটুয়াখালীর দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুবদলের সাধারন সম্পাদক মো. বাচ্চু গাজি। মায়ের মৃত্যু সংবাদ পেয়ে সোমবার সকালে জেলা কারাগর থেকে প্যারোলে মুক্তি পেয়ে নিজ বাড়ি উপজেলার উত্তর বাঁশবাড়িয়া গ্রামে জানাজায় পুলিশের পাহাড়ায় উপস্থিত হন।
বাচ্চু গাজির মা সাফিয়া বেগম বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় বাঁশবাড়িয়া গ্রামের বাড়িতে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছে ৮০বছর। তবে মাকে শেষবার দেখতে ও মায়ের দাফন সম্পন্ন করতে রোববার জেলা প্রশাসক বরাবর প্যারোলে মুক্তির আবেদন করা হলে ওই দিন দাপ্তরিক কাজ শেষ না হওয়ায় সোমবার সকালে তাকে মুক্তি মেলে এই নেতার।
তবে মুঠোফোনে সত্যতা শিকার করে জেলা প্রশাসক ভারপ্রাপ্ত জুয়েল রানা বলেন, প্যারোলে মুক্তির আবেদন করা হলে জানাজার জন্য পুলিশ পাহাড়ায় নিয়ে যান এবং দাফন শেষে পুনরায় জেল হাজতে প্রেরন করা হয়।
উল্লেখ্য:-চলতি বছরের জানুয়ারি মাসের ২৫ তারিখ সন্ধ্যায় উপজেলা বহরমপু ইউনিয়নের বগুড়া গ্রাম থেকে ১১৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করে পুলিশ। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু ২৬ জানুয়ারি বাচ্চু গাজিকে জেল হাজতে প্রেরণ করা হয়।