রবিবার, ২২ জুন ২০২৫, ০২:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
অবকাশ শেষে রোববার থেকে নিয়মিত বিচারিক কার্যক্রম ফিরছে সুপ্রিম কোর্ট হলি আর্টিজান হামলা : মৃত্যুদণ্ড থেকে সাত আসামির আমৃত্যু কারাদণ্ডের যুক্তি পূর্ণাঙ্গ রায়ে স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। সাংবাদিক পরিচয়ে এলাকাবাসীর ওপর অত্যাচার, মুক্তা ও মিলনের শাস্তি দাবি ছাত্রদলের সদস্য সচিব আটক হওয়ায় পিতার সংবাদ সম্মেলন ওমান উপসাগরে দুটি তেল ট্যাঙ্কারের মধ্যে সংঘর্ষে ঢাকায় অস্ট্রেলিয়ার ভিসা কার্যক্রম পুনরায় শুরু করায় কৃতজ্ঞতা জানালেন প্রধান উপদেষ্টা শান্ত ও মুশফিকুর জোড়া হাফ-সেঞ্চুর ৩০ হাজার মেট্রিক টন সার ক্রয়ের অনুমোদন করেছে সরকার সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে আদালত।
জরুরী বিজ্ঞপ্তি
দৈনিক বর্তমান দেশ সংবাদ এ সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১,  মুঠোফোন :  ০১৮১৭-৫৩০৯৫২।

নির্মাণ সামগ্রী দিয়ে মাতৃসদনের রাস্তা বন্ধ, চরম দুর্ভোগে মানুষ

  • আপডেট এর সময় : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৯ বার পঠিত হয়েছে

মোঃ জিল্লুর রহমান : মাসাধিককাল থেকে রাস্তার ওপর নির্মাণ সামগ্রী ফেলে রাখায় গাইবান্ধা শহরের মা ও শিশু কল্যাণ কেন্দ্রে (মাতৃসদন) যাতায়াত বন্ধ হয়ে গেছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন গর্ভবতী নারী ও তাদের স্বজনরা। এছাড়া গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরাও দুর্ভোগের শিকার হচ্ছে।
গাইবান্ধা শহরের মধ্যপাড়ায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের রাস্তার ওপর দীর্ঘ এক মাস ধরে পাথর ও অন্যান্য নির্মাণ ফেলে রাখা হয়েছে। ওই এলাকায় একাধিক কোচিং সেন্টার ও শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। তবে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন মাতৃসদনে চিকিৎসা নিতে আসা গর্ভবতী নারী ও তাদের স্বজনরা। তাদের এক থেকে দুই কিলোমিটার ঘুরে মাতৃসদনে যাতায়াত করতে হচ্ছে। প্রসব ব্যথায় কাতর রোগীদের নিয়ে আরও ভয়ংকর সমস্যায় পড়ছেন তাদের স্বজনরা। এ নিয়ে প্রতিনিয়তই ঊষ্মা প্রকাশ করছেন ভুক্তভোগী লোকজন। কিন্তু পৌরসভাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্বিকার রয়েছেন।
তবে পৌরসভার প্রশাসক এ.কে. এম হেদায়েতুল ইসলাম, আমি দেখেছি। রাস্তার ওপর পাথর ফেলে রাখায় লোকজনের কষ্ট হচ্ছে। তবে দু একদিনের মধ্যে ঠিকাদার নির্মাণ সামগ্রী সরিয়ে নিবেন।

সংবাদটি আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ