মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৩:৩৫ অপরাহ্ন
জরুরী বিজ্ঞপ্তি
দৈনিক বর্তমান দেশ সংবাদ এ সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১,  মুঠোফোন :  ০১৮১৭-৫৩০৯৫২।

লোহাগড়ায় প্রবাসীর বাড়িতে ডাকাতি সংঘটিত

  • আপডেট এর সময় : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৭ বার পঠিত হয়েছে

লোহাগড়া প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ার উপজেলার ইতনা ইউনিয়নের চর-সুচাইল গ্রামে জার্মান প্রবাসী রাজীব হোসেনের বাড়িতে দুর্র্ধষ ডাকাতি সংঘটিত হয়েছে। মঙ্গলবার (১৮ফেব্রুয়ারী) দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ৪ লক্ষ টাকার স্বর্ণালংকার ডাকাতি করে নিয়ে গেছে।
ক্ষতিগ্রস্তদের অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ইতনা ইউনিয়নের চর-সুচাইল গ্রামে মঙ্গলবার (১৮ফেব্রুয়ারী) দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে অজ্ঞাত একদল ডাকাত জার্মান প্রবাসী রাজীব হোসেনের একতলা বাড়িতে হানা দেয়। ডাকাত দল বাড়ির সিড়ি ঘরের টিন কৌশলে খুলে ভেতরে প্রবেশ করে দেশীয় অস্ত্রের মুখে প্রবাসীর বৃদ্ধ পিতা তারেক হোসেন (৮০) কে চেতনানাশক স্প্রে প্রয়োগ করে অজ্ঞান করে এবং প্রবাসীর মা হাওয়া বেগম (৬৭) কে অস্ত্রের মুখে জিম্মি করে তার কাছ থেকে দেড় ভরি ওজনের একটা স্বর্ণের চেইন, দুই হাতে থাকা এক ভরি ওজনের স্বর্নের বালা, কানে থাকা ৫ আনা ওজনের স্বর্ণের দুল, নাকে থাকা একটি নাক ফুল ও নগদ কিছু টাকাসহ প্রায় ৮ লক্ষ টাকার ডাকাতি করে নিয়ে যায়।
পরে প্রবাসীর মা হাওয়া বেগমের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে ডাকাতরা পালিয়ে যায়। সকালে স্থানীয় লোকজন অচেতন অবস্থায় তারেক হোসেন কে উদ্ধার করে লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার জ্ঞান না ফেরায় বুধবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বুধবার বিকালে বলেন, এ বিষয়ে এখনও কোন লিখিত অভিযোগ পায়নি। তবে মৌখিক অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের আটকের চেষ্টা চলছে।

সংবাদটি আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ