আইটি ডেস্ক : দক্ষিণ কোরিয়ায় চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অ্যাপ ডিপসিকের নতুন ডাউনলোড সাময়িকভাবে স্থগিত করেছে দেশটির ব্যক্তিগত তথ্য সুরক্ষা কমিশন (পিআইপিসি)। ডিপসিক গোপনীয়তা সংক্রান্ত কিছু নিয়ম মানতে ব্যর্থতার কথা স্বীকারের পর এ পদক্ষেপ নিয়েছে তারা। জানা গেছে, প্রয়োজনীয় পরিবর্তন আনা সাপেক্ষে আবারো অ্যাপটি ডাউনলোডের অনুমতি দেয়া হবে। খবর রয়টার্স। পিআইপিসি এক সংবাদ সম্মেলনে জানায়, দক্ষিণ কোরিয়ার গোপনীয়তা আইন অনুসারে উন্নতি করলেই অ্যাপটির পরিষেবা চালু করা হবে। গত শনিবার থেকে নতুন করে ডিপসিক অ্যাপ ডাউনলোড বন্ধ রয়েছে। তবে ডিপসিকের ওয়েব পরিষেবা এখনো দেশটিতে চালু রয়েছে। পিআইপিসি জানিয়েছে, চীনা স্টার্টআপ গত সপ্তাহে দক্ষিণ কোরিয়ায় আইনি প্রতিনিধি নিয়োগ করেছে। একই সঙ্গে ডাটা সুরক্ষা আইন মানতে অবহেলার কথা স্বীকার করেছে। এর আগে গত মাসে ইতালির ডাটা সুরক্ষা কর্তৃপক্ষও ডিপসিককে তাদের চ্যাটবট বন্ধ করার নির্দেশ দেয়। কারণ হিসেবে জানানো হয়, ডিপসিক গোপনীয়তা নীতির উদ্বেগজনক দিকগুলো সমাধান করতে ব্যর্থ হয়েছে। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে ডিপসিক কোনো মন্তব্য করেনি। তবে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র ৬ ফেব্রুয়ারি বলেছিলেন, দক্ষিণ কোরিয়ার আগের নিষেধাজ্ঞার বিষয়ে তারা অবগত। চীনা সরকার ডাটা গোপনীয়তা ও সুরক্ষাকে গুরুত্ব দেয় এবং আইন অনুযায়ী তা রক্ষা করে। মুখপাত্র আরো জানান, বেইজিং কোনো কোম্পানি বা ব্যক্তিকে আইন লঙ্ঘন করে ডাটা সংগ্রহ বা সংরক্ষণ করতে বলবে না।
সম্পাদক : হালিমা খাতুন, নির্বাহী সম্পাদক : মুন্সি মোঃ আল ইমরান। MAA 23 Multimedia Limited এর পক্ষে প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১, মুঠোফোন : ০১৮১৭-৫৩০৯৫২, ০১৯৭৯-৭৯৯১৪৬। ইমেইল : dailybartomandeshsangbad@gmail.com
© All rights reserved © Maa 23 Multimedia Limited